নয়াদিল্লি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে দেখা করলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্র নজিব আহমেদের মা ফতিমা নফিস। নজিবকে খোঁজার ব্যাপারে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন রাজনাথ।
সূত্রের খবর, নজিবের মায়ের সঙ্গে সাক্ষাতের পর তাঁকে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। রাজনাথ বলেন, নজিবকে খোঁজার ব্যাপারে বিশেষ দল গঠন করেছে দিল্লি পুলিশ।
দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, নজিবের সন্ধান করতে আটটি পৃথক পৃথক পুলিশ টিম গঠিত হয়েছে। তাঁর অভিযোগ, কিছু স্বার্থান্বেষী লোকজন ভয় ছড়াচ্ছেন। প্রতিবাদ মিছিলেও যোগ দিচ্ছেন তাঁরা। এই ঘটনার ভিন্ন ভিন্ন মাত্রা যোগ করার চেষ্টা করছে তারা।
আরও পড়ুন: প্রতিবাদ মিছিলে আটক জেএনইউ-র নিখোঁজ ছাত্রের মা, বোন, পরে ছেড়ে দেওয়া হয়
নজিবের পরিবারের সঙ্গে ছিলেন বাদাউনের সাংসদ ধর্মেন্দ্র যাদব। তিনি বলেন, যদি পুলিশ নজিবের খোঁজ দিতে না পারে, তাহলে আমরা কোর্টের দ্বারস্থ হব। সংসদেও তোলা হবে এই ইস্যু।
উল্লেখ্য বছর ২৭-এর নজিব উত্তরপ্রদেশের বাদাউনের বাসিন্দা। জেএনইউতে বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করছিলেন তিনি। গত ১৫ অক্টোবর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাঁকে। অভিযোগ, ক্যাম্পাসে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যদের সঙ্গে ঝামেলার পর থেকেই নিখোঁজ নজিব।
নজিবের বোন সাদাফ জানিয়েছেন, তাঁর ভাই পড়াশোনায় ভালো। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতেও ভালো ফল করেছে। তাঁর কোনও সমস্যাও ছিল না। এরকম একটা ঐতিহ্যশালী প্রতিষ্ঠানে কী করে এই ঘটনা ঘটতে পারে? নজিবের মা জানিয়েছেন, নিখোঁজ হওয়ার দিনই রাতে ছেলের সঙ্গে কথা হয় তাঁর। কোনও অস্বাভাবিকতা টের পাননি তিনি। তাঁর স্থির বিশ্বাস, নজিব নিজে থেকে ক্যাম্পাস ছেড়ে বেরোয়নি।
রাজনাথের সঙ্গে দেখা করলেন নিখোঁজ জেএনইউ ছাত্রের মা, প্রতিবাদীদের কটাক্ষ দিল্লি পুলিশের
Web Desk, ABP Ananda
Updated at:
08 Nov 2016 10:07 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -