মাদার টেরেসার ‘সন্ত’ স্বীকৃতি ধর্মান্তরকরণ আরও বাড়াবে, আশঙ্কা ভিএইচপি-র
ABP Ananda, web desk | 29 Aug 2016 03:55 AM (IST)
নয়াদিল্লি: মাদার টেরেসাকে ‘সন্ত’ স্বীকৃতি দেওয়ার লক্ষ্য দেশে ধর্মান্তরকরণ আরও বাড়ানো। টেরেসাকে ‘সন্ত’ উপাধি দান উপলক্ষ্যে ভ্যাটিকানে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার আগে প্রধানমন্ত্রীর এ কথা ভেবে দেখা উচিত ছিল। বলল বিশ্ব হিন্দু পরিষদ। ভিএইচপি-র আন্তর্জাতিক যুগ্ম সচিব সুরেন্দ্র জৈন বলেছেন, মাদার টেরেসারে ‘সন্ত’ স্বীকৃতি দেওয়ার অর্থ বিপদ ঘণ্টা বাজা, যে এবার থেকে এ দেশে ধর্মান্তরকরণ আরও বাড়বে, এ জন্য টাকাও আসবে প্রচুর। আর ধর্মান্তরকরণ বাড়ার সঙ্গে তাল রেখে সামাজিক অশান্তিও বাড়বে। যেভাবে ‘অলৌকিক’ ঘটনার ওপর ভরসা রেখে খ্রিষ্ট ধর্মে ‘সন্ত’ উপাধি দেওয়া হয় তা আজকের দিনে বাস্তব নয় বলে মন্তব্য করেছেন তিনি। ভিএইচপি-র অভিযোগ, টেরেসা যে ধর্মান্তরকরণে সরাসরি যুক্ত ছিলেন, তা সকলের জানা। এ ব্যাপারে বহু বছর ধরে অভিযোগ করেছে তারা। ভ্যাটিকানে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিষয়টি ভেবে দেখা উচিত ছিল। রবিবার প্রধানমন্ত্রী তাঁর মন কি বাত অনুষ্ঠানে মাদার টেরেসার প্রতি শ্রদ্ধা জানান। তাঁর ‘সন্ত’ উপাধি লাভের জন্য ভারতীয়দের ‘গর্বিত’ হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। ৪ সেপ্টেম্বর ভ্যাটিকানে ‘সন্ত’ পদে উন্নীত হবেন টেরেসা। সেই উপলক্ষ্যে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ভ্যাটিকান যাচ্ছে।