নয়াদিল্লি: মোটোরোলা ভারতে তাদের জি সিরিজের দুটি স্মার্টফোন মোটো জি৬ এবং মোটো জি৬ প্লে লঞ্চ করেছে। আজ মধ্যরাত থেকে এই দুটি ফোন কিনতে পারবেন ক্রেতারা। দুটি স্মার্টফোনেই রয়েছে 18:9 অ্যাসপেক্ট রেশিও ডিসপ্লে। মোটো জি৬ প্লে ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। মোটো জি৬ অ্যামাজন ইন্ডিয়া থেকে কেনা যাবে। গত এপ্রিলে এই ফোন দুটি বিশ্ব বাজারে লঞ্চ করা হয়। এবার ভারতেও পাওয়া যাবে এই ফোন।
মোটো জি৬ প্লে-র দাম ১১,৯৯৯ টাকা থেকে শুরু। সেখানে মোটো জি৬-র দাম শুরু ১৩,৯৯৯ টাকা থেকে। মোটো জি৬-এর দুটি ভ্যারিয়েন্ট। এর ৩ জিবি র‌্যাম/ ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা এবং ৪ জিবি র‌্যাম/ ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। এই দুটি ফোন কালো রঙের।



Moto G6 Play-র স্পেশিফিকেশন
মোটো জি৬ প্লে-র ৫.৭ ইঞ্চি স্ক্রিন দেওয়া হয়েছে এবং এতে রয়েছে 18:9 অ্যাসপেক্ট রেশিও। রেজোলিউশন 720x1440 পিক্সেল। অ্যান্ড্রয়েড ওরিও 8.0 -এ চালিত এটি ডুয়েল সিমের ফোন। এতে রয়েছে 1.4GHz ওক্টাকোর স্ন্যাপড্রাগন 430 প্রোসেসর। এতে রয়েছে ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ, যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যায়।
এতে রয়েছে f/2.0 অ্যাপার্চারের ১৩ মেগাপিক্সেল রিয়ার ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
এতে রয়েছে 4G VoLTE , ওয়াই-ফাই, 802.11 বি জি এন, ব্লুটুথ 4.2, জিপিএস/ এ-জিপিএস-র মতো কানেক্টিভিটি। এতে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক। এতে রয়েছে জোরাল 4000mAh ব্যাটারি।
Moto G6 -এর স্পেশিফিকেশন


মোটোরোলার মিড রেঞ্জের স্মার্টফোন মোটো G6-এ রয়েছে ৫.৭ ইঞ্চি স্ক্রিন, 18:9 অ্যাসপেক্ট রেশিও, 1080x2160 পিক্সেল রেজোলিউশন, 1.8GHz অক্টাকোর স্ন্যাপড্রাগান ৪৫০ চিপসেট প্রোসেসর। এর দুটি ভ্যারিয়েন্ট- 3GB/32GB, 4GB/64GB। এর মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যায়।
এতে রয়েছে 12MP+5MP ডুয়েল রিয়ার ক্যামেরা। সেলফির জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। এর ব্যাটারি 3000mAh