নয়াদিল্লি: আলটপকা মন্তব্যের জন্য পরিচিত বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংহ উত্তরপ্রদেশের সরকারি আধিকারিকদের তীব্র নিন্দেমন্দ করলেন। আর তা করতে গিয়ে সরকারি আধিকারিকদের সঙ্গে যৌনকর্মীদের তুলনা টেনে বসলেন। তাঁর এই মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক দানা বেঁধেছে।
পটনায় এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সুরেন্দ্র সিংহ বলেছেন, 'সরকারি আধিকারিকদের থেকে স্বভাব চরিত্রে যৌন কর্মীরা ভালো। তাঁরা পয়সার বিনিময়ে কমসে কম নিজেদের কাজটা করেন এবং মঞ্চে নাচেন। কিন্তু ওই আধিকারিকরা পয়সা নিয়েও আপনার কাজ করবেন কিনা, তার নিশ্চয়তা নেই'।
এখানেই থামেননি বিজেপি বিধায়ক। ঘুষ চাইলে সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের মারধর করারও পরামর্শ সমর্থকদের তিনি দিয়েছেন । কোনও আধিকারিক ঘুষ চাইলে তা রেকর্ড করে রাখতেও বলেছেন তিনি।
সম্প্রতি কৈরানা লোকসভা ও নূরপুর বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপির হারের জন্য সুরেন্দ্র সিংহ যোগী আদিত্যনাথ সরকারের কয়েকজন মন্ত্রীকে দায়ী করেছিলেন। তিনি মন্ত্রিসভা থেকে ওই মন্ত্রীদের সরানোরও দাবি তুলেছিলেন। তিনি আরও বলেছিলেন, গরিব মানুষের দুঃখ-দুর্দশার কথা যদি থানা, তেহশিল ও ব্লক অফিসে শোনা না হয়, তাহলে তাঁরা ভবিষ্যতে বিজেপিকে ভোট দেবেন না।
উল্লেখ্য, এর আগে ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনার জন্য বাবা-মা ও স্মার্টফোনের ব্যবহারকে দায়ী করে বিতর্কে জড়িয়ে ছিলেন সুরেন্দ্র সিংহ। উন্নাও ধর্ষণে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেনগারের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি দাবি করেছিলেন যে, ২০২২-এর মধ্যে ভারত হিন্দুরাষ্ট্র হবে।