উত্তরপ্রদেশে দলের অভূতপূর্ব সাফল্যের পর ট্যুইটারে চলছে অভিনন্দনের বন্যা। কয়েকজন অনুগামীর প্রশংসাসূচক মন্তব্যের জবাবে প্রধানমন্ত্রীও ট্যুইট করে বলেন, ভারতকে নতুন উচ্চতায় তুলে নিয়ে যেতে হলে সবাইকে একযোগে চলতে হবে।
তিনি লিখেছেন, এটা বলতে পারি যে, আজ উন্নয়ন জন আন্দোলনে পরিণত হয়েছে। উত্তরপ্রদেশ এগলে ভারতের অগ্রগতি হবে। উত্তরপ্রদেশকে 'উত্তম প্রদেশ' করে তোলার আন্দোলন শুরু হয়েছিল ২০০৪-এ, তা বিরাট শক্তি অর্জন করেছে ১১ মার্চ। এভাবেই উত্তরপ্রদেশে বিজেপির অভূতপূর্ব সাফল্যকে ইঙ্গিত করলেন তিনি।
প্রধানমন্ত্রী হিসাবে মোদীর পারফরম্যান্সকে কটাক্ষ করে কিছু মন্তব্য এসেছিল ট্যুইটারে। মোদী অনুগামীরা তার জবাব দেন। সে প্রসঙ্গেই ওই অভিমত জানান তিনি। ট্যুইটারে এও লেখেন, ১২৫ কোটি ভারতীয়ের জন্য গোটা বিশ্বে আমরা সম্মান পাই। ওই মানুষগুলো তাঁদের শক্তি, ক্ষমতার পরিচয় দিয়েছেন। ট্যুইট করে এও বলেন, অবশ্যই। প্রতিটি ভারতীয়র 'প্রধান সেবক' হয়ে উঠতে পেরে আমি সুখী।