বেঙ্গালুরু:  কর্ণাটক সরকার এবার দাম বেঁধে দিল সেখানকার মাল্টিপ্লেক্স এবং সিঙ্গল স্ক্রিন প্রেক্ষাগৃহের টিকিটের দামের। এখন থেকে মাল্টিপ্লেক্সে ছবি দেখতে গেলে দর্শকের থেকে দুশো টাকার বেশি আর নেওয়া যাবে না টিকিটের দাম হিসেবে। এছাড়া নির্দেশিকা জারি হয়েছে প্রাইম টাইমে হলে কন্নড় ছবিই চালাতে হবে, অন্য কোনও ছবি চালানো যাবে না। সূত্রের দাবি, সরকারের এই নির্দেশিকা জারির সঙ্গে সঙ্গেই সেটা লাগুও হয়ে গেছে। প্রসঙ্গত, রাজ্য সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হল মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার সপরিবারে মাল্টিপ্লেক্সে গিয়ে বিশাল টাকা খরচ করে বাহুবলী-২ দেখার ২৪ ঘণ্টার মধ্যেই। সেই নির্দেশিকাতেই বলা হয়েছে দুপুর দেড়টা থেকে সন্ধে সাড়ে সাতটার মধ্যে কর্ণাটকের বিভিন্ন হলে চালাতেই হবে কন্নড় ছবি। তবে কর্ণাটকের মাল্টিপ্লেক্সের গোল্ড ক্লাস স্ক্রিন এবং গোল্ড ক্লাস সিটের ক্ষেত্রে এই নিয়ম লাগু হবে না। তবে এই ক্লাসের আওতায় আসন সংখ্যা দশ শতাংশে বেঁধে দেওয়া হয়েছে।