রতলাম (মধ্যপ্রদেশ): রাস্তার ধারে খোঁড়া জলাশয়ে বাস পড়ে মারা গেলেন ১৭ জন যাত্রী। আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে।
রতলামের অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত চৌবেকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, নামলি শহরের থেকে দুকিলোমিটার দূরে পাথর খাদানের কাছে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে খবর, রাস্তা নির্মাণ করার মাটি সংগ্রহের জন্য একটা সময়ে ওই গর্ত খোঁড়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে, সেই গর্ত ভরাট করা হয়নি। এরপর বর্ষার জল জমে তা ভরে যায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটি বেশ দ্রুতগতিতেই আসছিল। আচমকা, নিয়স্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ওই জলভরা গর্তে পড়ে যায়।
প্রাথমিক অনুমান, বাসের স্টিয়ারিং বিকল হয়ে যাওয়ার ফলেই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, বেসরকারি বাসটি রতলাম থেকে জাওরা যাচ্ছিল। বাসে প্রায় ৪০-৪৫ জন যাত্রী ছিলেন।
গুরুতর আহত অবস্থায় অন্তত ১৩ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পাশাপাশি, বাসটিকে ওই জলাশয় থেকে উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা। গোটা উদ্ধারকার্য তাঁরা তদারকি করছেন।
মধ্যপ্রদেশে বাস দুর্ঘটনায় নিহত ১৭
Web Desk, ABP Ananda
Updated at:
14 Oct 2016 03:01 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -