রতলাম: নিজেদের নির্দোষ প্রমাণ করতে কড়াইয়ে গরম তেলে হাত পাঁচ কিশোরকে হাত ডোবাতে বাধ্য করল এক ব্যক্তি। এমনই অমানবিক,নৃশংস ঘটনা ঘটল মধ্যপ্রদেশের রতলাম জেলার নরসিংহপাড়া গ্রামে। ওই ব্যক্তির ছেলের মোবাইল চুরি গিয়েছিল। তার সন্দেহ গিয়ে পড়ে ওই পাঁচ কিশোরের ওপর। গরম তেলের কড়াইতে হাত ডোবানোর ঘটনায় তিন কিশোরের হাত মারাত্মকভাবে পুড়ে গিয়েছে। তাদের রাওতির একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুই কিশোরের হাত অপেক্ষাকৃতভাবে কম জখম হয়েছে।
পুলিশ জানিয়েছে, ছগন লাল ভারিয়া নামে এক ব্যক্তির ১৩ বছরের ছেলের মোবাইল হারিয়ে গিয়েছিল। ছগনের সন্দেহ হয় ৮- ১৫ বছর বসয়ী ওই পাঁচ কিশোরকে। স্থানীয় কুসংস্কার অনুযায়ী, গরম তেলের কড়াইতে সন্দেহভাজনদের হাত ডুবিয়ে দোষীর হদিশ পাওয়ার ব্যবস্থা করা সে। এই কুসংস্কার অনুযায়ী, নির্দোষ হলে গরম তেলে হাত ডোবালেও হাত পুড়বে না।
এই কুসংস্কার অনুযায়ী ছগন ওই পাঁচ কিশোরকে গরম তেলের কড়াইতে হাত ডোবাতে বাধ্য করে।
রাওতি থানার পুলিশ আধিকারিক রাম সিংহ রাঠোর জানিয়েছেন, অভিযুক্ত ছগনকে গ্রেফতার করা হয়েছে।
ছেলের মোবাইল চুরি, পাঁচ কিশোরকে গরম তেলে হাত ডোবাতে বাধ্য করে ‘পরীক্ষা’ বাবার
ABP Ananda, web desk
Updated at:
22 Feb 2017 10:25 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -