মুম্বই: দিল্লিগামী জেট এয়ারওয়েজের বিমান তাঁকে না নিয়েই চলে গিয়েছে বলে অভিযোগ সাংসদের। বিজেপির জোটসঙ্গী স্বাভিমানী শ্বেতকারী সংগঠনের সাংসদ রাজু শেট্টির দাবি, মুম্বই বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালে ছিলাম সকালের দিল্লির বিমান ধরব বলে। বোর্ডিং পাস নিয়ে লাউঞ্জে বসেছিলাম। কিছুক্ষণ পর বুঝতে পারি, বোর্ডিংয়ের দরজা বন্ধ হয়ে গিয়েছে। জিজ্ঞাসা করায় আমায় বলা হয়, বিমান রওনা দিয়ে ফেলেছে। তিনি বলেন, বিস্ময়ের ব্যাপার হল, জেট কর্তৃপক্ষ জানতেন, আমি ওই বিমানে যাচ্ছি। আমি একজন জনপ্রতিনিধি। তা সত্ত্বেও ওদের একজনও কেউ আমায় জানাল না, বোর্ডিংয়ের দরজা বন্ধ হয়ে যাচ্ছে! আমি পরের ফ্লাইটের টিকিট চাইলেও রূঢ় জবাব পাই। কোলাপুরের হাতকাঙ্গালে কেন্দ্রের এই সাংসদ আরও বলেন, বিকল্প বিমানে চড়ার জন্য বাড়তি ২০০০ টাকা খসেছে আমার। অথচ আমার কোনও ভুল নয় এটা। অসামরিক বিমান মন্ত্রকের কাছে বিষয়টি তুলব। যদিও এক বিবৃতিতে জেট কর্তৃপক্ষের দাবি, সাংসদই সময়মতো বিমানে ওঠার দরজায় হাজির হননি। তাঁকে নিয়ম মতো গেট নো শো ধরা হয়েছে। মুম্বই বিমানবন্দরে কোনও যান্ত্রিক ঘোষণা করা হয় না। কারণ তা সাইলেন্ট এয়ারপোর্ট। তবে এজন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। তাঁর কাছ থেকে নেওয়া বাড়তি অর্থও ফেরত্ দেওয়া হয়েছে।