নয়াদিল্লি: প্রিয়া প্রকাশের চোখের ইশারায় পাগল হয়েছে গোটা দেশ। সোশ্যাল মিডিয়ায় রাতারাতি তাঁর ৭ লাখের বেশি ফলোয়ার হয়ে গিয়েছে। কিন্তু গড্ডালিকা প্রবাহে গা ভাসাতে মোটেই রাজি নন মধ্য প্রদেশের বিজেপি নেতা সঞ্জীব মিশ্র। রেগেমেগে এ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিই লিখে ফেলেছেন তিনি।


হোসাঙ্গাবাদের বিজেপি নেতা সঞ্জীব বলেছেন, যে দেশে কেবল একটি মেয়ের চোখ মারার জেরে ২৪ ঘণ্টার মধ্যে তার ৭ লাখ ফলোয়ার হয়ে যায়, সে দেশের যুব সমাজ ওই পকোড়া বেচারই যোগ্য। এ নিয়ে তিনি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তাঁর দাবি, এখন পরীক্ষার সময়। এর মধ্যে এমন ভিডিও পড়ুয়াদের ওপর খারাপ প্রভাব পড়ছে, অতএব তা নিষিদ্ধ করা হোক।



কিছুদিন আগে প্রধানমন্ত্রী পকোড়া বিক্রি কর্মসংস্থান বলে মন্তব্য করায় দেশজুড়ে সমালোচনা কম হয়নি। তার মধ্যে সঞ্জীবের এই মন্তব্যে বিতর্কে ঘি পড়তে পারে।

তবে সোশ্যাল মিডিয়ায় প্রিয়া প্রকাশের পেজে লাইক আর ফলোয়ারের বৃষ্টি হচ্ছে। ৫ দিনে ই নস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা সাড়ে তিরিশলক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে।