গুনা: মধ্যপ্রদেশের গুনা জেলার বজরঙ্গগড় গ্রামে প্রকাশ্যে শৌচকর্ম করার সময় এক মহিলার ছবি তুলে বিতর্কে জড়ালেন বিজেপি নেতা প্রদীপ ভট্ট। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে এই নেতাকে এখনও গ্রেফতার করা হয়নি। ট্যুইট করে এই ঘটনাটিকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন লোকসভায় কংগ্রেসের মুখ্যসচেতক জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এ বিষয়ে বিজেপি-র কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বজরঙ্গগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক হরি ওম বলেছেন, অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (সি) ও ২৯৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গুনার পুলিশ সুপার নিমেশ অগ্রবাল বলেছেন, এই ঘটনার তদন্ত করা হচ্ছে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশ্যে শৌচকর্মরত মহিলার ছবি তোলায় মধ্যপ্রদেশের বিজেপি নেতার বিরুদ্ধে মামলা
Web Desk, ABP Ananda
Updated at:
25 Oct 2017 06:23 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -