ভোপাল: মধ্যপ্রদেশের শাজাপুরের কাছে ভোপাল-উজ্জ্বয়িনী যাত্রীবাহী ট্রেনে বিস্ফোরণ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মোবাইলে চার্জ দেওয়ার জেরে বিস্ফোরণ ঘটে কিন্তু আধিকারিকরা এ ব্যাপারে নিশ্চিত নন। এতে আহত হয়েছেন অন্তত ৯জন যাত্রী।

ট্রেনটি ভোপাল থেকে উজ্জ্বয়িনী যাচ্ছিল। বেলা সাড়ে নটা থেকে দশটার মধ্যে জাবদি স্টেশনে ট্রেন ঢোকার সময় গার্ড কোচ লাগোয়া একদম শেষের জেনারেল কামরায় বিস্ফোরণটি ঘটে।

রেল আধিকারিকরা জানিয়েছেন, ঘটনাস্থলে বারুদের গন্ধ ছিল।



বিস্ফোরণের জেরে ধোঁয়ায় ভরে যায় কামরা, প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। ভোপাল থেকে পাঠানো নিরাপত্তা আধিকারিক ও চিকিৎসকদের নিয়ে পাঠানো হয় রিলিফ ট্রেন। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ট্রেনটিকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় কালাপিপল স্টেশনে, সেখানে তদন্ত শুরু হয়েছে।

কালাপিপল সিভিল হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের।