নয়াদিল্লি: মধ্যপ্রদেশের সাতনা জেলায় হিন্দুদের ধর্মান্তরিত করার অভিযোগে থানার বাইরেই মারধর করা হল ১০ জন ক্যাথলিক যাজক সহ বেশ কয়েকজন খ্রিস্টানকে। তাঁদের একটি গাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগের তির বজরঙ দলের বিরুদ্ধে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।


ধর্মেন্দ্র দোহার নামে স্থানীয় এক যুবক আবার অভিযোগ করেছেন, গত রবিবার তাঁকে অবৈধভাবে ধর্মান্তরিত করা হয়েছে। তাঁর অভিযোগের ভিত্তিতে যাজক এম জর্জ সহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

সিভিল লাইন থানার সাব-ইন্সপেক্টর মোহিনী শর্মা জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর অভিযোগ দায়ের হয়েছে। তবে তিনি ক্যাথলিক সম্প্রদায়ের লোকজনকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, থানার বাইরে ক্যাথলিকদের মারধর করা হয়ে থাকলে যদি তাঁরা অভিযোগ দায়ের করেন, তাহলে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করবে।

সাতনার বিশপের দফতরের সমাজকল্যাণ বিভাগের ডিরেক্টর ফাদার এম রনি বলেছেন, তাঁদের একটি অনুষ্ঠান চলছিল। ২০ বছর ধরে এই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। একজনকেও ধর্মান্তরিত করা হয়নি। দোহারকে তাঁরা চেনেন না। গতকালের অনুষ্ঠানে ১০ জন যাজক এবং ৩২ জন শিক্ষানবিশ যাজক ছিলেন। রাত ৯টা নাগাদ হঠাৎ সেখানে কিছু লোকজন হাজির হয়ে গোলমাল শুরু করে দেয়। তারা অভিযোগ করে, হিন্দুদের ধর্মান্তরিত করা হচ্ছে। তারাই পুলিশে খবর দেয়। পুলিশ এসে ৩২ জন শিক্ষানবিশ যাজক ও দুই যাজককে থানায় নিয়ে যায়। সেখানে তাঁদের মারধর করে বজরঙ দলের লোকজন। খবর পেয়ে আরও চারজন যাজক থানায় গেলে তাঁদেরও মারধর করে গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। আরও চারজন যাজক সেখানে যান। তাঁদেরও মারধর করা হয়। ভোর সাড়ে তিনটে নাগাদ ক্যাথলিকদের ছেড়ে দেয় পুলিশ। সকালে তাঁরা ফের থানায় যান। তাঁরা এখনও সেখানেই আছেন।