নয়াদিল্লি: গুজরাতের ভালসাদের বিজেপি সাংসদ কেসি পটেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করলেন এক মহিলা। তাঁর বিরুদ্ধে আবার হানি ট্র্যাপে ফাঁসিয়ে ব্ল্যাকমেল করে পাঁচ কোটি টাকা দাবি করার অভিযোগ এনেছেন পটেল। তিনি পুলিশে অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে দিল্লির একটি আদালত।
ওই মহিলার অভিযোগ, গত ৩ মার্চ রাতে বাড়িতে নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে ধর্ষণ করেছেন এই সাংসদ। শুধু সেদিনই নয়, আরও কয়েকবার তাঁকে ধর্ষণ করেছেন পটেল। পুলিশে অভিযোগ দায়ের করা হলে ফল ভাল হবে না বলে হুমকিও দেন তিনি। দিল্লি পুলিশ এফআইআর নেয়নি।
সাংসদ অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ওই মহিলা তাঁর কাছ থেকে সাহায্য চান। তাঁকে নিয়ে গাজিয়াবাদের একটি বাড়িতে যান ওই মহিলা। সেখানে তাঁকে নরম পানীয় দেওয়া হয়। মাদক মেশানো সেই পানীয় পান করার পরেই তিনি অচেতন হয়ে পড়েন। তখন দলবলের সাহায্যে আপত্তিকর অবস্থায় ছবি ও ভিডিও তোলেন ওই মহিলা। এরপর সেই ছবি দেখিয়ে তাঁকে ব্ল্যাকমেল করা শুরু করেন ওই মহিলা। তিনি পাঁচ কোটি টাকা দাবি করেন। টাকা না দিলে ছবি প্রকাশ করার হুমকি দেওয়া হয়। এরপরেই তিনি পুলিশের দ্বারস্থ হন।
পুলিশ সূত্রে খবর, পটেলের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৮৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। দিল্লির নর্থ অ্যাভেনিউ থানার স্টেশন হাউস অফিসারকে ১২ মে-র মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনার তদন্তের জন্য একজন আধিকারিককে দায়িত্ব দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।
ধর্ষণের অভিযোগ, হানি ট্র্যাপে ফাঁসানো হয়েছে, দাবি বিজেপি সাংসদের
Web Desk, ABP Ananda
Updated at:
01 May 2017 12:01 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -