মধ্যপ্রদেশের রাঘোগড় পুরসভা নির্বাচনে বিজেপি-কে টক্কর দিয়ে ভাল ফল কংগ্রেসের
Web Desk, ABP Ananda | 20 Jan 2018 07:53 PM (IST)
ভোপাল: মধ্যপ্রদেশে পুরসভা নির্বাচনে বিজেপি-কে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিল কংগ্রেস। দু’দলই ৯টি করে পুরসভায় প্রধানের পদে জয় পেয়েছে। একটি পুরসভার প্রধানের পদে জিতেছেন নির্দল প্রার্থী। ফলে মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। কংগ্রেস সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিংহের নিজের শহর রাঘোগড়ে পুরসভা নির্বাচনে দারুণ ফল করেছে কংগ্রেস। ২৪টি আসনের মধ্যে ২০টিই গিয়েছে কংগ্রেসের দখলে। বিজেপি মাত্র চারটি আসনে জয় পেয়েছে। ২০০৩ সাল থেকে মধ্যপ্রদেশে ক্ষমতায় নেই কংগ্রেস। তবে গত দু’দশক ধরেই রাঘোগড় পুরসভা নিজেদের দখলে রেখেছে কংগ্রেস। এবারেও ভাল ফল কংগ্রেসের নেতা-কর্মীদের নিঃসন্দেহে উজ্জীবিত করবে। এ বছরের শেষদিকে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে কংগ্রেসের ভাল ফল বিজেপি-র উপর চাপ বাড়াবে। বুধবার মধ্যপ্রদেশে ১৯টি পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। মোট ৬৬ শতাংশ ভোট পড়ে। আজ ফল প্রকাশিত হওয়ার পর দেখা গেল, বিজেপি-র সঙ্গে সমানে সমানে টক্কর দিয়েছে কংগ্রেস। মধ্যপ্রদেশের বিজেপি সভাপতি নন্দকুমার সিংহ চৌহান অবশ্য দাবি করেছেন, বিজেপি অনেক আসন পেয়েছে। হারের কারণ খতিয়ে দেখা হবে। বিজেপি যে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ভুল করেছে এবং দলীয় কর্মীদের মনোভাব বুঝতে পারেনি, সেটা স্বীকার করে নিয়েছেন নন্দকুমার। কংগ্রেস মুখপাত্র কে কে মিশ্র বলেছেন, ‘মুখ্যমন্ত্রী শিবরাজ নিজেকে মধ্যপ্রদেশের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে তুলে ধরে যে নকল ভাবমূর্তি তৈরি করেছিলেন, ফাঁপা শ্রতিশ্রুতি দিচ্ছিলেন এবং মিথ্যা কথা বলছিলেন, সেটা এই ফলে ধাক্কা খেয়েছে। এই ফল বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের পক্ষে ভাল।’