ভোপাল: অবশেষে চাপে পড়ে ৮ সিমি বন্দির ভোপাল জেল থেকে পালানো এবং পরে তাদের এনকাউন্টারকে ঘিরে তৈরি বিতর্কের নিষ্পত্তি করতে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিল মধ্যপ্রদেশ সরকার।


বৃহস্পতিবার রাতে, মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান এই তদন্তের নির্দেশ দেন। রাজ্য সরকারের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এস কে পাণ্ডের নেতৃত্বে তদন্ত হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ভোপাল জেল থেকে সিমি সদস্যদের পালানো থেকে শুরু করে তাদের এনকাউন্টার—সবকিছুই খতিয়ে দেখবে ওই তদন্ত কমিটি। প্রসঙ্গত, গতকালই মধ্যপ্রদেশ উচ্চ আদালতে এই মর্মে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।

প্রসঙ্গত, গত রবিবার রাতে ভোপালের জেল থেকে পাঁচিল টপকে পালায় ৮ বিচারাধীন সিমি সদস্য। পালানোর সময় তারা পাহারারত হেড কনস্টেবল রামশংকর যাদবকে হত্যা করে। কয়েক ঘণ্টার মধ্যেই সকলকেই এনকাউন্টার করে মারে পুলিশ।

আর এই এনকাউন্টারকে ঘিরেই বিতর্কের সূত্রপাত। কারণ, পুলিশ ও রাজ্য স্বরাষ্ট্র দফতরের তরফে ভিন্ন তত্ত্ব দেওয়া হয়। শুধু তাই নয়, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে বিতর্কিত দৃশ্য ধরা পড়ে।

কোথাও দেখা যায়, এনকাউন্টার ঘটনাস্থলে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি অন্য একজনের (সন্দেহজনক বন্দি) কোমর থেকে প্লাস্টিকে মোড়া একটি ছোরা বের করে ফের কোমরে ঢুকিয়ে দিল। এরপরই এক পুলিশকর্মী খুব কাছ থেকে দ্বিতীয় ব্যক্তিকে গুলি করছে। অপর একটি ভিডিওতে দেখা যায়, একটি টিলার ওপর দাঁড়িয়ে (বন্দিরা) পুলিশের উদ্দেশ্যে হাত নেড়ে কোনও বার্তা দিতে চাইছে।

যার জেরে বিরোধীরা অভিযোগ করে, এনকাউন্টারটি ‘ফেক’ বা ভুয়ো ছিল। অর্থাৎ, পুলিশ সাজানো সংঘর্ষে ওই ৮ জনকে হত্যা করেছে। ফলে, প্রথমে তদন্তের প্রয়োজন নেই বলে জানিয়েও, কার্যত বাধ্য হয়ে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিল শিবরাজ প্রশাসন।