কিছুদিন আগে জব্বলপুর হাইকোর্টে পেশ করা একটি আবেদনে অভিযোগ করা হয়, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীরা বেআইনিভাবে সরকারি বাংলোয় বসবাস করছেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারকে হাইকোর্ট নির্দেশ দেয়, সরকারি বাংলোয় প্রাক্তন মুখ্যমন্ত্রীদের আজীবন থাকতে দেওয়া অসাংবিধানিক। এক মাসের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রীদের সরকারি বাংলোগুলি খালি করাতে হবে। হাইকোর্টের এই নির্দেশের পরেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের জন্য সরকারি বাংলো বরাদ্দ করার নির্দেশ বাতিল করে দেয় মধ্যপ্রদেশ সরকার। কৈলাশ, উমা, দিগ্বিজয় ও বাবুলালকে বাংলো খালি করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু পরে সেই সিদ্ধান্ত বদল করে দলের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সরকারি বাংলোয় থাকার অনুমতি দিলেন শিবরাজ। সরকারি বাংলোয় থাকতে পারবেন উমা ভারতী সহ মধ্যপ্রদেশের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী, শিবরাজ সিংহ চৌহানের সিদ্ধান্তে বিতর্ক
Web Desk, ABP Ananda | 28 Jul 2018 06:15 PM (IST)
ফাইল ছবি
নয়াদিল্লি: নিজের ক্ষমতা প্রয়োগ করে মধ্যপ্রদেশের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী, কৈলাশ চন্দ্র জোশী ও বাবুলাল গৌরকে সরকারি বাংলোয় থাকার অনুমতি দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। তাঁর এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কারণ, বিজেপি-র তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সরকারি বাংলোয় থাকা নিয়ে আপত্তি জানানো না হলেও, দিগ্বিজয় সিংহ সহ কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের সরকারি বাংলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।