ভোপাল: শিবরাজ সিংহ চৌহান কথা রাখেননি। তিনি হিপোক্র্যাট, শঠ। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী সম্পর্কে এমনই বিস্ফোরক মন্তব্য করে ইস্তফা দিলেন স্বঘোষিত গডম্যান ‘কম্পিউটার বাবা’। ৬ মাসের ওপর হয়ে গেল তাঁকেই রাষ্ট্রমন্ত্রীর মর্যাদা দিয়েছিল শিবরাজের মধ্যপ্রদেশ সরকার। ঘটনাচক্রে গতকালই ভোটমুখী রাজ্যের মুখ্যমন্ত্রী গোমন্ত্রক স্থাপনের সিদ্ধান্ত ঘোষণা করেন। আর সেদিনই চরম পদক্ষেপ নিলেন ‘কম্পিউটার বাবা’ নামে জনপ্রিয় স্বামী নামদেব ত্যাগী। শিবরাজ সরকার নর্মদা নদী থেকে বেআইনি মাইনিং বন্ধ করতে তেমন কিছুই করেনি বলে অভিযোগ তাঁর। আজ সাংবাদিকদের বলেন, কথা দিয়ে রাখতে না পারায় আমার হাজার হাজার অনুগামী চাপ দিচ্ছেন। তাই রাষ্ট্রমন্ত্রী পদমর্যাদা ছাড়লাম। তাঁরা আমার কাজকর্ম বিচার করে ১০০-য় শূন্য দিয়েছেন। নর্মদায় বেআইনি বালি উত্তোলন চক্র উন্মোচিত করার হুঁশিয়ারি দিয়ে পদযাত্রা নামার কথা ঘোষণা করেছিলেন, তারপরই গত এপ্রিলে চার ধর্মগুরুর সঙ্গে ‘কম্পিউটার বাবা’কেও রাষ্ট্রমন্ত্রী করে দেন শিবরাজ। আজ ধর্মগুরু বলেন, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, বেআইনি বালি উত্তোলন রুখবেন, গরুর যত্নআত্তি হবে, হিন্দু ধর্মস্থানগুলি সুরক্ষিত থাকবে, ধর্মগুরুদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। কিন্তু শিবরাজ শুধু দ্বিচারিতা করেছেন, প্রতিশ্রুতির উল্টো পথে হেঁটেছেন। মুখ্যমন্ত্রী কিছু না করলে কী করে ভক্তদের কাছে মুখ দেখাব আমি? এদিকে সূত্রের খবর, কম্পিউটার বাবা সহ মধ্যপ্রদেশের একাধিক গডম্যান নাকি চলতি বছরের শেষে নির্ধারিত মধ্যপ্রদেশ বিধানসভা ভোটে প্রার্থী হতে চান।