নয়াদিল্লি: মধ্যপ্রদেশের বন্যাদুর্গত এলাকার এক মর্মবিদাকর ঘটনা প্রকাশ্যে এল। প্রসব বেদনা সহ্য করে এক অন্তঃস্বত্ত্বা মহিলাকে হাসপাতালে পৌঁছতে জল ভেঙে ছয় কিলোমিটার রাস্তা হাঁটতে হল। ছতরপুর জেলায় এই ঘটনা ঘটেছে।

ছবি দেখেই স্পষ্ট, ওই মহিলার হাঁটতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। কিন্তু এরপরও দুই মহিলার সাহায্যে কোনওক্রমে নিজেকে টেনে নিয়ে যাচ্ছেন ওই জলে ডুবে যাওয়া রাস্তা ধরে।



উল্লেখ্য, কয়েকদিন আগেই পান্না জেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে এসেছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। সেখানে একটা জায়গায় মুখ্যমন্ত্রীকে কোলে তুলে জল পার করে দিয়েছিলেন পুলিশ কর্মীরা। এই ছবি প্রকাশিত হওয়ার পর মুখ্যমন্ত্রীকে বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল। কংগ্রেস এই ঘটনাকে বিজেপি সামন্ততান্ত্রিক মনোভাবের প্রতিফলন বলে অভিযোগ করেছিল।

কিন্তু যেখানে মুখ্যমন্ত্রীকে এভাবে জল পার করে দেওয়া যায়, সেখানে একজন অন্তঃস্বত্ত্বাকে এ ধরনের উদাসীনতার সম্মুখীন হতে হয়, কেন সেই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠেছে।