প্রবল বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত দেশের বেশ কয়েকটি রাজ্য, মধ্যপ্রদেশে মৃত বেড়ে ২২
Web Desk, ABP Ananda | 12 Jul 2016 10:17 AM (IST)
ভোপাল: প্রবল বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত দেশের বেশ কয়েকটি রাজ্য। মধ্যপ্রদেশে মৃত বেড়ে ২২। নিখোঁজ ৯ জন। রাজ্যের প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ বন্যা-কবলিত। আট দিন ধরে লাগাতার বৃষ্টিতে বিভিন্ন এলাকা জলমগ্ন। শেওপুর জেলায় পার্বতী নদীর জলস্তর বেড়ে যাওয়ায় রাজস্থানের সঙ্গে মধ্যপ্রদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরপ্রদেশের ইলাহাবাদও। ঘরে জল ঢুকে যাওয়ায় বহু মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। মহারাষ্ট্রের নাসিকেও ভারী বর্ষণের জেরে গোদাবরী নদীর জলস্তর বেড়েছে। এদিকে, একটানা বৃষ্টিতে অসমের পাঁচ জেলাতেও বন্যা। প্রায় ১ লক্ষ ২৫ হাজার মানুষ বন্যা-কবলিত। উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা।