সেওনি (মধ্যপ্রদেশ): মোবাইল ফোন কেনায় মায়ের বকাঝকার জেরে আত্মঘাতী টিনএজ কিশোরী। ঘটনাটি মধ্যপ্রদেশের উমরওয়াদা গ্রামের বলে জানিয়েছে পুলিশ। বারঘাট থানার স্টেশন ইন চার্জ সন্তোষ ধ্রুব জানিয়েছেন, ১৮ বছরের মেয়েটি সোমবার সকালে ঘরের মধ্যে সিলিং ফ্যান থেকে ঝুলে আত্মঘাতী হয়। তার ভাই বাড়ি ফেরার পর আত্মহত্যার বিষয়টি প্রকাশ্যে আসে।

ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হওয়ার কথাও জানিয়েছেন ধ্রুব। বলেছেন, সেটি সম্ভবত আত্মঘাতী মেয়েটির। তাতে সে চরম রাস্তা বেছে নেওয়ার জন্য মায়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে।
মেয়েটির মা দিনমজুর। তিনি পুলিশকে জানিয়েছেন, ঘরে ধার শোধ করার জন্য সঞ্চিত টাকা দিয়ে মোবাইল ফোন কেনায় তিনি মেয়েকে বকাবকি করেন। এ নিয়ে রবিবার তাঁদের কথাকাটাকাটি হয়। ধ্রুব বলেন, পরে মেয়েটি সোমবার সকালে আত্মহত্যা করে। আমাদের তদন্ত চলছে।