মধ্যপ্রদেশের কর্মসংস্থানের ছবি নিয়ে গত ডিসেম্বর কমলনাথের মন্তব্যে প্রবল বিতর্ক হয়। তিনি বোঝাতে চান, উত্তরপ্রদেশ, বিহার থেকে আসা লোকজন কাজে ভাগ বসাচ্ছে বলে কর্মসংস্থান হচ্ছে না মধ্যপ্রদেশের বেকারদের। শিল্পসংস্থাগুলিকে ৭০ শতাংশ লোক নিতে হবে রাজ্য থেকেই, বাধ্যতামূলক করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ
Web Desk, ABP Ananda | 05 Feb 2019 02:35 PM (IST)
ভোপাল: নানা ধরনের ছাড়, উত্সাহমূলক সুবিধা পেতে হলে শিল্পসংস্থাগুলিকে বাধ্যতামূলক ভাবে ৭০ শতাংশ স্থানীয় লোকজনকে নিয়োগ করতে হবে। এমনই সিদ্ধান্ত জানিয়ে দিল মধ্যপ্রদেশ সরকার। রাজ্যে পালাবদলের পর ১৭ ডিসেম্বর নয়া মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই কমলনাথ জানিয়েছিলেন, কর্মসংস্থানের ৭০ শতাংশ স্থানীয় ছেলেমেয়েদের দিলে সরকারি ছাড়, সুযোগসুবিধা পাবে শিল্প সংস্থাগুলি। এই প্রতিশ্রুতি কংগ্রেসের বিধানসভা ভোটের ইস্তাহারে ছিল। তাঁর সরকার শিল্পমহলকে স্থানীয় লোকজনকে ৭০ শতাংশ কাজ দিতে বলে সেই প্রতিশ্রুতি পালন করছে বলে জানিয়েছেন কমলনাথ। তিনি ট্যুইট করেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি রূপায়ণ করতে গিয়ে আমরা বাধ্যতামূলক করছি, রাজ্য সরকারের ভর্তুকি, ছাড়ের সুবিধাভোগী সব শিল্পসংস্থাকে মধ্যপ্রদেশের ৭০ শতাংশ ছেলেমেয়েকে কাজ দিতে হবে। কংগ্রেস ও অন্য বিরোধী দলগুলি নরেন্দ্র মোদি সরকারের শাসনে কর্মসংস্থানের সুযোগ ক্রমশ সংকুচিত হচ্ছে বলে অভিযোগ তুলে যখন সরব, তখনই কমলনাথ সরকারের এই ঘোষণা।