বিজ্ঞাপনে মেয়েদের ‘পণ্য’ হিসেবে দেখানো চলবে না মধ্যপ্রদেশে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 May 2016 01:28 PM (IST)
ভোপাল: বিজ্ঞাপনে মহিলাদের আর ‘পণ্য’ হিসেবে দেখানো চলবে না। এই ধরনের বিজ্ঞাপন দেখলেই ব্যবস্থা নিতে হবে। রাজ্য সরকারের দফতরগুলিকে এমনই নির্দেশ দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, মহিলাদের ‘আপত্তিজনকভাবে’ দেখানো হচ্ছে এমন বিজ্ঞাপন বন্ধ করার জন্য ১০ দিনের সময়সীমা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই সময়সীমার মধ্যে আমলাদের পরিকল্পনা জমা দিতে হবে। মহিলাদের নিয়ে এই ধরনের বিজ্ঞাপনের হোর্ডিং সরিয়ে ফেলার জন্য বিধানসভায় বিলও আনা হতে পারে। চৌহান দীর্ঘদিন ধরেই মহিলাদের নিয়ে আপত্তিজনক বিজ্ঞাপনের বিরোধিতা করে আসছেন। তিনি একবার এক স্বল্পবসনা মহিলার ছবি দেওয়া বিজ্ঞাপনের হোর্ডিং সরিয়ে দিয়েছিলেন। সম্প্রতি সিংহস্থ কুম্ভ মেলায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈথ্রিপালা সিরিসেনা এবং চৌহানকে পাশে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫১ দফা ‘সিংহস্থ ঘোষণাপত্র’ প্রকাশ করেন। সেই ঘোষণাপত্রে বিজ্ঞাপনে মহিলাদের ‘খারাপভাবে’ দেখানো বন্ধ করার কথা রয়েছে। এরপরেই মুখ্যসচিব অ্যান্টনি ডি সা-কে বিজ্ঞাপনের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন চৌহান। আপত্তিকর বিজ্ঞাপন বন্ধ ছাড়াও রাজ্যবাসীকে ‘খুশি’ রাখার ব্যবস্থা, নর্মদা ও শিপ্রা নদীর ধারে চারা গাছ লাগানো, স্কুলের সিলেবাসে সব ধর্মের প্রতি শ্রদ্ধা এবং নৈতিক শিক্ষা যুক্ত করা, আয়ুর্বেদিক চিকিৎসার প্রচার এবং স্কুলগুলিতে যোগাসনের শিক্ষক নিয়োগ করারও নির্দেশ দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।