ভোপাল: ভোটের বছর। সে কথা মাথায় রেখেই মধ্যপ্রদেশের বিজেপি সরকার রাজধানী ভোপালের কাছে 'ভারত মাতা' মন্দির নির্মাণের প্রস্তাব অনুমোদন করল। মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহানের পৌরহিত্যে হওয়া বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, এয়ারপোর্ট রোডের কাছে সিঙ্গারচোলি এলাকায় ওই মন্দির গড়তে চেয়ে ভোপাল পুরসভা জমি চেয়ে যে প্রস্তাব দিয়েছে, তা অনুমোদন করা হল।
সরকারের মুখপাত্র নরোত্তম মিশ্র জানান, ওই মন্দির পরিসর গড়তে রাজ্য সরকার ৫.০৪৬ হেক্টর জমি বরাদ্দ করছে। জমিটি দেওয়া হবে পুরসভাকে।
মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মাসখানেক আগেই ১৬ ফুট লম্বা একটি ভারত মাতার মূর্তির উন্মোচন করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত।
তিনি বলেছিলেন, মাতৃভূমির বন্দনা করছি, তবে আমাদের গোটা সমাজকে নিজেদের বলে ভাবতে হবে। 'ওদের বনাম আমাদের', 'ছোট বনাম বড়' এই ভাবনার প্রাচীর ভেঙে বেরতে হবে। যেখানে হৃদ্যতা থাকে, সেখানে ইগো মাথাচাড়া দেয় না। ভারতমাতার অবিভক্ত মূর্তিকে পুজো করা উচিত বলেও জানিয়েছিলেন তিনি।
ভোটমুখী মধ্যপ্রদেশে এবার মন্দির রাজনীতি নতুন মাত্রা পেতে চলেছে এবার। কংগ্রেস জানিয়েছে, দলীয় সভাপতি রাহুল গাঁধী রাজ্যে প্রচারে এসে মন্দিরে মন্দিরে যাবেন।
ভোট সামনে, মধ্যপ্রদেশে তৈরি হচ্ছে ভারত মাতার মন্দির, ৫.০৪৬ হেক্টর জমি বরাদ্দ করল শিবরাজ চৌহান সরকার
Web Desk, ABP Ananda
Updated at:
31 Jan 2018 09:39 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -