ভোপাল: সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় সরকারের খোলাখুলি সমালোচনা করে জওহরলাল নেহরুর প্রশংসায় পঞ্চমুখ হন তিনি। ফলে সিভিল সার্ভিসেস কোড ভঙ্গ করার দায়ে বারওয়ানি জেলা কালেক্টর অজয় গাঙ্গোয়ারকে সরিয়ে দেওয়া হল। তাঁকে ডেপুটি সেক্রেটারি করে ভোপাল পাঠানো হয়েছে। শিবরাজ সিংহ চৌহান সরকারের এই সিদ্ধান্তে দানা বেধেছে বিতর্ক।

যাবতীয় ঝঞ্ঝাটের সূত্রপাত গাঙ্গোয়ারের একটি ফেসবুক পোস্ট থেকে। হিন্দিতে তিনি লেখেন, “নেহরু কী কী ভুল করেছিলেন আমাকে বলুন... তিনি না থাকলে কি ১৯৪৭-এ ভারত হিন্দু তালিবান রাষ্ট্র হয়ে যেত না? আইআইটি, ইসরো, বার্ক, আইআইএসবি, আইআইএম, ভেল ইস্পাত প্রকল্প ইত্যাদি তাঁর জন্য হয়েছে । এ সব কি তাঁর ভুল ছিল? বিক্রম সারাভাই, হোমি জাহাঙ্গীর ভাবার বদলে তাঁর কি সম্মান জানানো উচিত ছিল আসারাম, রামদেবদের’?



 

গাঙ্গোয়ারের এই পোস্ট বিজেপি সমর্থকদের কাছে তুমুল ধিক্কৃত হয়। ওই পোস্ট ডিলিট করে দিলেও মোদী সরকারের কড়া সমালোচনা করা মন্তব্যগুলি সরাননি গাঙ্গোয়ার। এরপর বৃহস্পতিবার রাতেই তাঁকে সরিয়ে দেয় মধ্যপ্রদেশ সরকার।

যদিও কংগ্রেস এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। হুঁশিয়ারি দিয়েছে, এভাবে আইন ভাঙার ‘অজুহাতে’ সরকারি কর্মীদের মুখ বন্ধ করার চেষ্টা হলে রাস্তায় নামবে তারা। এর মধ্যে অবশ্য মধ্যপ্রদেশ সরকার নরসিংহপুরের কালেক্টর শিবি চক্রবর্তীর নামেও নোটিশ জারি করেছে। তামিলনাড়ু ভোটে জেতার জন্য জয়ললিতার প্রশংসায় মুখর হয়েছিলেন তিনি।