ধর্ষকদের এবার সাজা ফাঁসি, বিল আনছে মধ্যপ্রদেশ সরকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Apr 2017 01:38 PM (IST)
ভোপাল: অপ্রাপ্তবয়স্কদের যারা ধর্ষণ করে, তাদের এবার চরম সাজা দেওয়ার পথে হাঁটছে মধ্যপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান নিজে জানিয়েছেন এ কথা। তিনি বলেছেন, অপ্রাপ্তবয়স্কদের ধর্ষকদের ফাঁসির সাজা দেওয়ার জন্য আইনে সংশোধনী সংক্রান্ত বিল শিগগিরই রাজ্য বিধানসভায় পেশ হবে। ছাড়পত্র মিলে গেলে তা পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। একইসঙ্গে উত্তরপ্রদেশ সরকারের পথে হেঁটে মধ্যপ্রদেশেও ইভটিজারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে শিবরাজ প্রশাসন। মুখ্যমন্ত্রী নিজে মজনুদের শায়েস্তা করার প্রতিশ্রুতি দিয়েছেন। জানিয়েছেন, শিগগিরই এদের বিরুদ্ধে প্রচার শুরু হবে। মধ্যপ্রদেশ পুলিশ অ্যাকাডেমিতে এক অনুষ্ঠানে শিবরাজ জানিয়েছেন, মজনুদের শুধরে ছাড়বেন তাঁরা। তাঁর কথায়, এরা কাউকে সম্মান দিতে জানে না, এরা সভ্য সমাজের জন্য নয়। মেয়েদের হস্টেলের মত বিভিন্ন জায়গায় পুলিশকে সতর্ক নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন তিনি, যাতে মেয়েদের কোনও ঝামেলায় না পড়তে হয় ও তাঁরা স্বাধীনভাবে ইচ্ছেমত ঘুরে বেড়াতে পারেন। অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।