নিনোরা (মধ্যপ্রদেশ): প্রধানমন্ত্রীর স্বপ্নের ‘স্বচ্ছ ভারত’ গঠনে নয়া পদক্ষেপ। মধ্যপ্রদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে, অঞ্চলভিত্তিক ভোটে দাঁড়াতে গেলেও বাড়িতে শৌচাগার থাকতে হবে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান জানিয়েছেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইন সংশোধন করতে চলেছেন তাঁরা। স্কুলের পাঠ্যক্রমেও এবার থেকে নদীর পুনরুজ্জীবন, জলের সুরক্ষা ও পরিচ্ছন্নতাকে জায়গা দেওয়া হবে, যাতে ছাত্রছাত্রীরা এসবের প্রয়োজনীয়তা ছোটবেলা থেকেই বুঝতে পারে। তাঁর মতে, ‘স্বচ্ছ ভারত’ প্রচার মানুষের ধ্যানধারণা বদলে দিয়েছে, এখন মানুষ প্রকাশ্যে থুতু ফেলতেও দুবার ভাবছেন। আগামী বর্ষায় রাজ্যে ১০ কোটি গাছ লাগানো হবে বলেও চৌহান জানিয়েছেন।