ইন্দোর: ভ্যালেন্টাইন দিবসে বৃহন্নলাকে বিয়ে করলেন এক যুবক। হিন্দু রীতি-আচার মেনে ইন্দোরের এক মন্দিরে বিয়ে হল জুনেইদ খান ও জয়ার। ৩২ বছরের জয়া বৃহন্নলা। মালাবদল করে বিয়ের পর তাঁরা পরস্পরকে ভালবাসেন, এক বছরের প্রেমের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিলেন বলে জানান জয়া। ৩০-এর যুবক জুনেইদ বলেন, আমরা প্রেম দিবসে বিয়ে করতে পেরে দারুণ খুশি। আমার জীবনসঙ্গীকে সবসময় সুখে রাখব।
জয়া সমকামী, বিসমকামী, উভকামী, রূপান্তরকামীদের নিয়ে কাজ করা এনজিও বল্লভ-এর সঙ্গে যুক্ত সমাজকর্মী। সংস্থার যোগাযোগ শাখার ভারপ্রাপ্ত রোহিত গুপ্ত বলেন, আগে জয়া স্থানীয় বৃহন্নলা গোষ্ঠীর সদস্য ছিলেন, যাদের কাজ ছিল জোর করে লোকজনের কাছ থেকে চাঁদা তুলত। কিন্তু স্টার্ট আপ তৈরি করতে চান বলে ওদের সঙ্গ ছেড়ে দেন। জুনেইদ পেশায় মার্কেটিংয়ের লোক বলে জানান তিনি।
রোহিত জানান, ওঁরা মুসলিম রীতি মেনেও বিয়ে করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিয়ে নথিভুক্ত করানোর পরিকল্পনা করেছেন।
এক বছরের প্রেম, ভ্যালেন্টাইন দিবসে বৃহন্নলাকে বিয়ে যুবকের
Web Desk, ABP Ananda
Updated at:
15 Feb 2019 03:19 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -