ধর (মধ্যপ্রদেশ): মোদীর নোট বাতিলের সিদ্ধান্তে খুশি। কেন্দ্রের সিদ্ধান্তের সমর্থনে এবং প্রধানমন্ত্রী সঙ্গে দেখা করতে ১৫ দিনে মধ্যপ্রদেশ থেকে সাইকেল চালিয়ে দিল্লি পৌঁছনোর সিদ্ধান্ত নিয়েছেন মধ্যপ্রদেশের আদিবাসী সম্প্রদায়ের এক ব্যক্তি।


বছর ৪৫-এর ওই ব্যক্তির নাম রাজেন্দ্র সিংহ। দুর্নীতি রুখতে কেন্দ্রের ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তে খুশি তিনি। প্রধানমন্ত্রীর এই কাজকে সমর্থন জানাতে মধ্যপ্রদেশের কুকশি থেকে গতকাল দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন রাজেন্দ্র। ইচ্ছা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে বলবেন, দুর্নীতি ইস্যুতে আরও কড়া পদক্ষেপ নিতে।


রাজেন্দ্র জানিয়েছেন, তাঁর আসল উদ্দেশ্য মোদীর সঙ্গে দেখা করা। যিনি পাক অধিকৃত কাশ্মীর এবং নোট বাতিল ইস্যুতে সার্জিকাল স্ট্রাইকের মতো পদক্ষেপ নিয়েছেন, তাঁর সঙ্গে দেখা করতে ভীষণই আগ্রহী তিনি। ১৫ দিনের এই সাইকেল জার্নির একটাই লক্ষ্য, তিনি কেন্দ্রকে জানাতে চান, দেশের মানুষ এই সিদ্ধান্তে খুশি। সেইসঙ্গে মোদীর কাছে আর্জি জানাবেন, দেশের স্বার্থে আরও কঠিন-কঠোর সিদ্ধান্তে নিতে। ইতিমধ্যেই রাজেন্দ্র মধ্যপ্রদেশ পেরিয়ে রাজস্থানের পথে।