গ্বলিয়র: ১৫০ ফুট গভীর কূপে পড়ে মৃত্যু হল বছর তিনেকের এক শিশু পুত্রের। মধ্যপ্রদেশের গ্বলিয়রের সুলতানপুর খেরিয়া গ্রামের ঘটনা।


পুলিশ আধিকারিক সূত্রে খবর, অত গভীর কূপের ২৫ ফুট গভীরে গিয়ে আটকে পড়ে অভয় পচৌরি নামে ওই নাবালক। অচৈতন্য অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক পরীক্ষায় জানা গিয়েছে, শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয় তার।

স্থানীয় প্রশাসনিক আধিকারিক ড. সঞ্জয় গোয়েল জানিয়েছেন, ২২ ঘন্টার প্রচেষ্টায় স্থানীয় পুলিশ, প্রশাসন, বিএসএফ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী শিশুটিকে উদ্ধার করে। চিকিতসকরা প্রাথমিক পরীক্ষায় মৃত্যুর কারণ শ্বাসরোধ বললেও পোস্ট মর্টেমের পরই আসল কারণ জানা যাবে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দিদির সঙ্গে এক আত্মীয়র বাড়ি থেকে ফিরছিল সে। সেই সময়ই এই দুর্ঘটনা। মৃতের পরিবারকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকার।