গুণা (মধ্যপ্রদেশ): বাছুর এসে ক্ষেতে মুখ দিয়েছে। রাগের চোটে পাথরের টুকরো ছুঁড়ে মারেন তারপুর গ্রামের জগদীশ বানজারা। মাথায় ঘা লেগে বাছুরটা বেমক্কা মরে যায়। ৩ বছর আগের কথা হলেও পঞ্চায়েত তা ভোলেনি। সেই ঘটনার প্রায়শ্চিত্ত করতে এবার জগদীশের ৫ বছরের মেয়ের বিয়ে দিচ্ছে তারা।


বাছুর মেরে ফেলার খেসারত এতদিন অবশ্য জগদীশকে কম দিতে হয়নি। গোটা গ্রাম বয়কট করে তাঁদের। গঙ্গায় চান করে গ্রামে খাবার বিলি করতে বলা হয়। কিন্তু পঞ্চায়েত এখন ধুয়ো ধরেছে, ওই বাছুর মৃত্যুর পর থেকে গ্রামে পবিত্র কিছু ঘটেনি। তাই অনুশোচনার প্রতীক হিসেবে জগদীশের পুঁচকে মেয়েটার বিয়ে ঠিক করেছে তারা। পাত্র কে? না, এক ৮ বছরের ছেলে।

মেয়েটির মা এ ব্যাপারে তুমুল আপত্তি তুলে জেলা প্রশাসনে অভিযোগ করেছেন। সরকারি আধিকারিকরা হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসনকে, যাতে এই বিয়ে দেওয়ার চেষ্টা না হয়। কিন্তু পঞ্চায়েত গোঁ ধরে রয়েছে, বিয়ে দিয়েই ছাড়বে তারা।

প্রশাসন জানিয়েছে, ওই গ্রামে তদন্তকারী দল পাঠাবে তারা, অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।