ইন্দোর: গতকাল আন্তর্জাতিক নারী দিবসে মধ্যপ্রদেশের ইন্দোরের একটি অভিজাত শপিং মলে ৯ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল। মলের গেমিং জোনের এক কর্মী ওই শিশুকন্যাকে ধর্ষণ করে বলে অভিযোগ।
ইন্দোরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হরিনারায়ণচারি মিশ্র জানিয়েছেন, মহাত্মা গাঁধী রোডের ট্রেজার আইল্যান্ড মলের কর্মী ১৯ বছরের অর্জুন রাঠোর মেয়েটিকে একটা কোনে নিয়ে যায় বলে অভিযোগ। মিশ্র জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
ডিআইজি আরও জানিয়েছেন, মেয়েটি তার বাড়ির লোকজনের সঙ্গে মলে গিয়েছিল। নির্যাতনের শিকার হওয়ার পর মেয়েটি ঘটনার কথা তার মাকে জানায়। এরপর মলে থাকা লোকজন অভিযুক্তকে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। অভিযুক্তর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।
মিশ্র জানিয়েছেন, মলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে তা বাড়ানো হবে।
মহিলা দিবসে ইন্দোরের শপিং মলে শিশুকন্যাকে ধর্ষণ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Mar 2018 05:13 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -