মুম্বই ও ভোপাল: অসুস্থ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করছেন বহু মানুষ। উদ্বেগ জানাচ্ছেন নামী-দামি অনেকেই। কিডনির সমস্যায় অসুস্থ ৭ নভেম্বর এইমস-এ ভর্তি হওয়া সুষমার শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন একদল ডাক্তার। কিডনি বদলের জন্য  গতকালই  নানা পরীক্ষা নিরীক্ষা হয়েছে তাঁর। সুষমা নিজেই ট্যুইটারে জানিয়েছেন, তিনি কেমন আছেন। গতকাল তিনি লেখেন, বন্ধুরা আমার শারীরিক অবস্থা নিয়ে আপনাদের আপডেট দিচ্ছি। কিডনি ফেলিওর হওয়ায় এইমস-এ রয়েছি। এখন ডায়ালেসিস চলছে। কিডনি বদলের জন্য বেশ কিছু পরীক্ষা চলছে। ভগবান কৃষ্ণই আশীর্বাদ করবেন।

এদিকে সুষমার কিডনি বদল করতে হবে, জেনে স্বেচ্ছায় এগিয়ে এলেন মধ্যপ্রদেশ পুলিশের এক ট্র্যাফিক কনস্টেবল। ২৬ বছরের গৌরব ডাঙ্গি বলেছেন, সুষমাজিকে আমার একটি কিডনি দিতে চাই আমি। ওনার কিডনি নষ্ট হয়েছে, কিডনিদাতা লাগবে, এটা জেনেই উদ্বিগ্ন হয়ে পড়ি আমি। যদি মেডিকেল পরীক্ষায় আমার কিডনি প্রতিস্থাপনের উপযুক্ত দেখা যায়, তবে ওনাকে একটি দান করতে চাই আমি।

টিকমগড়ের নিওয়াদি তহসিলের তিহারকা গ্রামের বাসিন্দা গৌরব সাড়ে তিন বছর ধরে ট্র্যাফিক কনস্টেবল পদে রয়েছেন। তিনি এও বলেছেন, ওনার কাজে আমি চমত্কৃত। উনি বিদেশমন্ত্রী তো বটেই, দারুণ নেতাও।  তাই ওনাকে একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ট্যুইটারেও ইচ্ছা প্রকাশ করেছি।