মধ্যপ্রদেশ: কাঠ কেনার পয়সা নেই, সাহায্য মেলেনি পঞ্চায়েতেরও, তাই আস্তাকুঁড়ে ফেলে দেওয়া কাগজ, টায়ার, প্লাস্টিক দিয়ে স্ত্রীর শেষকৃত্য করলেন মধ্যপ্রদেশের আদিবাসী সম্প্রদায়ের এক ব্যক্তি।
নিমাচ জেলার রতনগড় গ্রামের বাসিন্দা জগদীশ ভিল তিন ঘন্টা ধরে আবর্জনা ঘেঁটে জড়ো করেন ওইসব ফেলে দেওয়া দাহ্যবস্তু। সেই দিয়েই পোড়ানো হয় তাঁর স্ত্রীকে। অনেকেই তাঁকে পরামর্শ দিয়েছিলেন স্ত্রীর শবদেহ নদীর জলে ফেলে দিতে। কিন্তু তাতে রাজি হননি তিনি। তিনি জানিয়েছেন, তাঁর স্ত্রী নোজিবাঈ মারা যাওয়ার পর শেষকৃত্যে সাহায্যের জন্য তিনি রতনগড় গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হন। কিন্তু পঞ্চায়েত প্রধান জানা, তিনি কোনওভাবেই সাহায্য করতে পারবেন না। শেষকৃত্যের জন্য ২৫০০ টাকা দরকার। সে পরিমান টাকাও দিতে রাজি হয়নি তারা। অগত্যা আস্তাকুঁড় থেকেই বর্জ্য কাগজ, টায়ার, প্লাস্টিক দিয়ে স্ত্রীর শেষকৃত্য করেন জগদীশ।
শুধু জগদীশই নন, দেশের বিভিন্ন প্রান্তে এমনই অমানবিক পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের।
পয়সার অভাব, সাহায্য মেলেনি পঞ্চায়েতেরও, আস্তাকুঁড়ের কাগজ-টায়ার-প্লাস্টিক দিয়ে স্ত্রীর শেষকৃত্য করলেন আদিবাসী
Web Desk, ABP Ananda
Updated at:
05 Sep 2016 12:18 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -