নয়াদিল্লি: ৩১ জুলাই থেকে ১৫ অগাস্ট, কাশ্মীর উপত্যকার নিরপত্তায় সেনাবাহিনীর ভিক্টর ফোর্সের সঙ্গে টহলদারি করবেন মহেন্দ্র সিংহ ধোনি। প্রয়োজনে গার্ড ও পোস্ট ডিউটিও করতে হবে বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনয়াককে। এই খবর প্রকাশিত হওয়ার পর থেকেই ভূস্বর্গের ওপর বাড়তি নজর দিচ্ছে সংশ্লিষ্টমহল। এমএস ধোনির মতো হাইপ্রোফাইল তারকার নিরাপত্তার দিকটিও ওয়াকিবহলমহলের চিন্তার বিষয় হয়ে উঠেছে।
শুক্রবার কার্গিল বিজয় দিবসের ২০তম বর্ষ উদযাপনের একটি অনুষ্ঠানে সেনা প্রধান বিপিন রাওয়াতকে বলতে শোনা যায়, “আমি মনে করি না, ধোনিকে আলাদা করে কোনও নিরাপত্তা দিতে হবে। একজন সৈনিক হিসেবে তাঁকে কী দায়িত্ব পালন করতে হবে, তা তাঁর অজানা নয়।” রাওয়াত আরও বলেন, “বাস্তবে ধোনি এখন আরও অনেককে নিরাপত্তা দেবে। ও এখন ১০৬ টেরিটোরিয়াল ব্যাটেলিয়নের সঙ্গে পারফর্ম করবে। এই ব্যাটেলিয়ন কর্মদক্ষ এবং দীর্ঘদিন ধরে দায়িত্ব নিয়ে কাজ করেছে।” ধোনির কর্মদক্ষতা নিয়ে রাওয়াত এও বলেন, “ভারতের একজন নাগরিক যখন মিলিটারি উইনিফর্ম পরেন, তখন তিনি তাঁর কাজ সম্পর্কে অবশ্যই নিশ্চিত হয়ে যান। ধোনি তাঁর প্রাথমিক প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন এবং তিনি জানেন, তাঁকে কী কাজ করতে হবে।”
সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল হওয়ার পর ২০১৫ সালে প্যারাশুট ট্রেনিং সম্পূর্ণ করেন ধোনি। আগ্রায় ভারতীয় সেনার বিমান থেকে পাঁচ পাঁচটি প্যারাশুট জাম্পিং ট্রেনিং সম্পূর্ণ করেছেন তিনি। প্রসঙ্গত, সদ্যসমাপ্ত বিশ্বকাপের পর ক্রিকেট থেকে সাময়িক দূরত্ব তৈরি করেছেন মাহি নিজেই। ক্যারিবিয়ান সফরের আগে বোর্ডের কাছে দু মাসের জন্য বিশ্রাম চেয়ে নেন এমএসডি। বোর্ড তা মঞ্জুর করার পরই টেরিটোরিয়াল আর্মির সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। সেনার তরফে মাহির এই আর্জি মেনে নেওয়া হয় এবং তাঁকে সেনার সঙ্গে নিযুক্ত করা হয়। তাঁর প্রথম পোস্টিং কাশ্মীরে। ভিক্টর ফোর্সের সঙ্গে কাজ শুরু হবে ৩১ জুলাই থেকে।