ভারতীয় সেনা বাহিনীর সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল ধোনি। স্কুলের খুদে পড়ুয়ারা ধোনিকে দেখে তো মহাখুশি। তাঁর এই আচমকা সফরের কথা সেনার চিনার কর্পের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ডের মাধ্যমে জানানো হয়েছে। ট্যুইটার হ্যান্ডেলটিতে ছবিও পোস্ট করা হয়েছে। সেনার উর্দিতেই স্কুলে গিয়েছিলেন মাহি। সেখানে স্কুল পড়ুয়াদের সঙ্গে গল্প করলেন ভারতের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক।
স্কুলের পড়ুয়াদের সঙ্গে কথাবার্তা বলার সময় পড়াশোনা ও খেলার গুরুত্ব সম্পর্কে বোঝান ধোনি।
ভারতীয় দল বর্তমানে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে। ধোনি টেস্ট ক্রিকেট থেকে অনেক আগেই অবসর নিয়েছেন। বর্তমানে শুধু সীমিত ওভারের ক্রিকেট খেলেন তিনি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে ফের ধোনিকে দেখা যাবে ভারতীয় দলে।