রবি মরশুমে অন্য ফলসগুলির মধ্যে বার্লির এমএসপি ১৫২৫ টাকা প্রতি কুইন্টাল থেকে বাড়িয়ে ১৬০০ টাকা করা হয়েছে। ছোলার এমএসপি প্রতি কুইন্টালে ২২৫ টাকা বাড়িয়ে ৫১০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। সবচেয়ে বেশি এমএসপি বেড়েছে মসুর ডালের। এক্ষেত্রে প্রতি কুইন্টালে ৩০০ টাকা বাড়িয়ে করা হয়েছে ৫১০০ টাকা। এক্ষেত্রে বৃদ্ধি হয়েছে ৬.৩ শতাংশ। সরষের সহায়ক মূল্য প্রতি কুইন্টালে ২২৫ টাকা বাড়ানো হয়েছে।
কৃষি সংক্রান্ত বিলগুলিকে ঘিরে কৃষকদের বিরোধের অন্যতম একটা কারণ হল এমএসপি। কৃষকদের আশঙ্কা, নতুন আইনের পর সরকার এমএসপি ব্যবস্থা তুলে দিতে চায়। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কৃষিমন্ত্রী সংসদ ও সংসদের বাইরে বেশ কয়েকবার জানিয়েছেন যে, এমএসপি আগের মতো বহাল থাকবে। লোকসভায় বিবৃতি দিতে গিয়ে তোমর বলেছেন, সরকার এমএসপি-র ঘোষণা করে সমস্ত আশঙ্কা খারিজ করে দিল।