লখনউ: উত্তর প্রদেশের ঐতিহ্যশালী মোগলসরাই জংশনকে এবার থেকে ডাকা হবে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন নামে। রেলমন্ত্রী পীযূষ গোয়েল এ ব্যাপারে জানিয়ে টুইট করেছেন। রাজ্য সরকারও এ নিয়ে নোটিশ জারি করেছে।
[embed]https://twitter.com/PiyushGoyal/status/1003694116989833221[/embed]
পুরনো এই স্টেশনের নাম বদলানো নিয়ে বিতর্ক কম হয়নি। গত বছর ক্ষমতায় আসার পর নাম বদলের সিদ্ধান্ত নেয় যোগী আদিত্যনাথ সরকার। কেউ কেউ চেয়েছিলেন, স্টেশনের নাম রাখা হোক প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর নামে, কারণ ওই এলাকাই তাঁর জন্মস্থান। কিন্তু বিজেপি-আরএসএস চেয়েছিল, নামকরণ হোক জনসঙ্ঘের তাত্ত্বিক ব্যক্তিত্ব পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের নামে, ওই স্টেশনে তাঁর দেহ রহস্যময় পরিস্থিতিতে মৃত অবস্থায় পাওয়া যায়।
কিন্তু বিরোধীরা অভিযোগ করে, স্টেশনের নাম থেকে মোগলদের সম্পর্ক মুছে সাম্প্রদায়িক তাস খেলার জন্যই এই নাম বদলের সিদ্ধান্ত।
পাকাপাকিভাবে নাম বদলাল মোগলসরাই, এখন থেকে দীনদয়াল উপাধ্যায় জংশন
ABP Ananda, Web Desk
Updated at:
05 Jun 2018 08:22 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -