নয়াদিল্লি: অন্য ডিরেক্টরদের বেতন তাঁকে ছাপিয়ে গেলেও, গত ৯ বছরের মতো এবছরও নিজের বার্ষিক বেতন ১৫ কোটি টাকায় বেঁধে রাখলেন রিলায়েন্স কর্ণধার মুকেশ অম্বানি।


দেশের ধনীতম ব্যক্ত নিজের বেতন, পার্ক, অন্যান্য ভাতা ও কমিশন মিলিয়ে মোট ১৫ কোটি টাকা নেন। আর এই বেতন তিনি গত ২০০৮-০৯ সাল থেকে নিয়ে আসছেন। অথচ, সংস্থার অন্য ডিরেক্টরদের বেতন তাঁর থেকে বেশি হয়ে গিয়েছ।


এদিন সংস্থার তরফে বলা হয়েছে, চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর বেতন ১৫ কোটি টাকাতেই রয়েছে। যদিও, তাঁর জন্য ৩৮.৭৫ কোটি টাকা মঞ্জুর করেছে সংস্থা। অর্থাৎ, রিলায়েন্স কর্ণধার প্রায় ২৪ কোটি টাকা ছেড়ে দিচ্ছেন।


সংস্থা জানিয়েছে, ২০১৬-১৭ অর্থবর্ষের জন্য মুকেশের মূল বেতন ছিল ৪.১৬ কোটি টাকা, পার্ক ও অন্যান্য ভাতা মিলিয়ে ৬০ লক্ষ টাকা, এছাড়া রয়েছে ৭১ লক্ষ টাকার অবসরকালীন সুবিধা এবং সংস্থার লাভ্যাংশ হিসেবে ৯.৫৩ কোটি টাকা।


সংস্থার এক কর্তা জানান, ২০০৯ সালে স্বেচ্ছায় নিজের বেতন ১৫ কোটির ঊর্ধ্বসীমায় বেঁধে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তাঁর উদ্দেশ্য ছিল, সংস্থার সিইও-দের বেতনে একটা সামঞ্জস্য আনা।