নয়াদিল্লি: করোনা আবহেও মুকেশ অম্বানির লক্ষ্মীলাভ আটকায়নি। সম্পদ বেড়েই চলেছে তাঁর। মোট সম্পত্তির উপর ভর করে বিশ্বের সেরা ১০ ধনীদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এলেন রিয়ালেন্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান মুকেশ। ব্লুমবার্গ বিলিয়নিয়র্স ইনডেক্স জানাচ্ছে, এই লড়াইয়ে ইউরোপের ধনকুবের বার্নার্ড আর্নল্টকে পিছনে ফেলে দিয়েছেন ধীরুভাই অম্বানি-পুত্র।
ফ্রান্স-সহ গোটা বিশ্বের অন্যতম ফ্যাশন ব্র্যান্ড লুই ভুঁইটোর কর্ণধার বার্নার্ড। ব্লুমবার্গ বিলিয়নিয়র্স ইনডেক্স-এর তথ্য অনুযায়ী, বর্তমানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর চেয়ারম্যান মুকেশের মোট সম্পদের পরিমাণ ৮০.৬ বিলিয়ন বা ৮০৬০ কোটি মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৬ লক্ষ ৪ হাজার কোটি টাকারও বেশি। এর মধ্যে শুধুমাত্র চলতি বছরে তাঁর সম্পদ বেড়েছে ২২ বিলিয়ন বা ২ হাজার ২০০ কোটি মার্কিন ডলার।
গত কয়েক সপ্তাহে সবাইকে চমকে দিয়ে বিশ্বের একের পর এক ধনকুবেরকে পিছনে ফেলে দিয়েছেন ভারতের ধনীতম ব্যক্তি মুকেশ। লকডাউনে বিভিন্ন শিল্প সংস্থায় যখন তালা ঝোলার অবস্থা, তখন ঠিক উল্টো ছবি রিলায়েন্সে। তাদের সম্পদ ক্রমশ ফুলে ফেঁপে উঠেছে। আর মুকেশের ক্রমবর্ধমান সম্পদ বৃদ্ধির নেপথ্যে মূল ভূমিকা নিয়েছে জিও প্ল্যাটফর্ম। এই সংস্থায় প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলার লগ্নি এসেছে। লগ্নিকারীদের তালিকায় আছে ফেসবুক, ইন্টেল ক্যাপিটাল, জেনারেল অ্যাটলান্টিক, আবু ধাবি ইন্টভেস্টমেন্ট গ্রুপের মতো সংস্থার নাম।
সম্প্রতি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শক্তি উৎপাদক সংস্থা হিসেবে নয়া নজির গড়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই লক্ষ্মীলাভের ফলে রিয়ায়েন্সের শেয়ার বেড়েছে ৪.৩ শতাংশ।
ইউরোপের ধনকুবেরকে পিছনে ফেলে বিশ্বের সেরা ধনীদের তালিকায় চার নম্বরে উঠে এলেন মুকেশ অম্বানি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Aug 2020 09:57 PM (IST)
লকডাউনে বিভিন্ন শিল্প সংস্থায় যখন তালা ঝোলার অবস্থা, তখন ঠিক উল্টো ছবি রিলায়েন্সে। তাদের সম্পদ ক্রমশ ফুলে ফেঁপে উঠেছে। আর মুকেশের ক্রমবর্ধমান সম্পদ বৃদ্ধির নেপথ্যে মূল ভূমিকা নিয়েছে জিও প্ল্যাটফর্ম।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -