মুকেশ অম্বানির ছেলে আকাশের সঙ্গে এনগেজমেন্ট হয়ে গেল শ্লোকা মেহতার- দেখুন ছবি
ABP Ananda, Web Desk | 25 Mar 2018 11:52 AM (IST)
মুম্বই: মুকেশ অম্বানির বড় ছেলে আকাশ অম্বানির সঙ্গে আজ শ্লোকা মেহতার এনগেজমেন্ট হয়ে গেল। অনুষ্ঠান হল গোয়ায়, ছিলেন মুকেশ অম্বানি থেকে তাঁর মা কোকিলাবেন- সকলে। ফ্লোরে নাচতেও দেখা গেল তাঁদের। আকাশ রিলায়েন্স জিওর বোর্ডে রয়েছেন। শ্লোকার বাবা হিরে ব্যবসায়ী, তাঁর নিজের এনজিও রয়েছে। দেখুন তাঁদের এনগেজমেন্টের ছবি