মু্ম্বই: ছেলের বিয়ে উপলক্ষ্যে মুম্বইয়ের পুলিশকর্মীদের মিষ্টি উপহার মুকেশ অম্বানির। মহানগরীর প্রায় ৫০০০০ পুলিশকর্মীকে ছেলের বিয়ের খুশিতে মিষ্টির বাক্স পাঠিয়েছেন তিনি। ৯ মার্চ বিয়ে করছেন দেশের অন্যতম শীর্ষ শিল্পপতির ছেলে আকাশ অম্বানি। বিয়ে হবে দেশের শিল্পনগরীতেই। বিয়ের প্রাক্কালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশের উপহার পৌঁছে গিয়েছে শহরের সব থানায়। প্রতিটি বাক্সে মিষ্টি ছাড়াও আছে একটি ছোট্ট কার্ড, যাতে মুকেশ, তাঁর স্ত্রী নীতা, তাঁদের ছেলেমেয়েদের নাম লেখা। ছেলের জন্য পুলিশকর্মীদের আশীর্বাদ, শুভেচ্ছা চেয়েছে অম্বানি পরিবার।
উপহার পাওয়া এক কনস্টেবল বলেছেন, থানা থেকে মিষ্টির বাক্স পেলাম, জানতে পারলাম, ছেলের বিয়ে উপলক্ষ্যে সেটি পাঠিয়েছে অম্বানি পরিবার।
এক পুলিশ অফিসারের অভিমত, এটা অত্যন্ত ভাল ব্যাপার যে, সম্প্রতি একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যবসা সংক্রান্ত ম্যাগাজিনের বিচারে বিশ্বের ধনী তালিকায় ১৩ তম স্থান পাওয়া শিল্পপতি এমন এক শুভ উদ্যোগ নিলেন, আমাদের পুলিশকর্মীদের সঙ্গে নিজের আনন্দ ভাগ করে নিলেন।
ছেলের বিয়ে, মুম্বইয়ের ৫০ হাজার পুলিশকর্মীকে মিষ্টি উপহার, আশীর্বাদ চাইলেন মুকেশ অম্বানি
Web Desk, ABP Ananda
Updated at:
07 Mar 2019 08:46 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -