নয়াদিল্লি: গতকাল আরএসএসের মঞ্চে নিজের ভাষণে প্রণব মুখোপাধ্যায় সঙ্ঘকে তাদের ইতিহাস মনে করিয়ে দিলে ভাল করতেন বলে মন্তব্য করলেন সীতারাম ইয়েচুরি। ট্যুইট করে সিপিএম সাধারণ সম্পাদক প্রশ্ন তুলেছেন, কেন প্রাক্তন রাষ্ট্রপতি ভাষণে মহাত্মা গাঁধীর হত্যার প্রসঙ্গই তুললেন না!




তিনি লিখেছেন, আরএসএস সদর দপ্তরে প্রণব মুখার্জির ইতিহাস ক্যাপসুলে মহাত্মা গাঁধী, তাঁর হত্যার উল্লেখ না থাকাটা অনেক কিছু বলে দিচ্ছে। মহাত্মা গাঁধী নিধনের পর তিনবার কংগ্রেস সরকারের আমলে নিষিদ্ধ হওয়া, প্রথম সর্দার প্যাটেলের নির্দেশে, উনি আরএসএসকে ওদের এই ইতিহাস স্মরণ করিয়ে দিলে ভাল হত। প্যাটেল গোলওয়ালকরকে লিখেছিলেন, গাঁধীজীর মৃত্যুর পর উল্লসিত আরএসএসের লোকজন মিষ্টি বিলি করেছিলেন।




১৯৪৮ এ আরএসএস প্রধান ছিলেন এম এস গোলওয়ালকর।

তবে আরেক বাম দল সিপিআইয়ের শীর্ষ নেতা ডি রাজা বহুত্ববাদী, বহুমুখী সংস্কৃতিকেই আসল ভারত বলায় প্রণববাবুর প্রশংসা করেন। বলেন, যদিও আরএসএসের অনুষ্ঠানে ওনার যাওয়া উচিত হয়নি বলে মনে করি আমরা, ভাষণে প্রণবদা যা বলেছেন, সেটা ওনার কাছে প্রত্যাশিতই ছিল। প্রকৃত জাতীয়তাবাদী বোধ দেখিয়েছেন, ভারতের সংবিধান, ভারতের বহুত্ববাদী ও বহুমুখী সংস্কৃতিকে সম্মান করেছেন উনি।
কিছু আরএসএসের তাত্ত্বিক প্রণববাবু ও সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের ভাষণে একই সুর ছিল বলে দাবি করছেন, প্রণববাবুর ভাষণকে নিজেদের প্রচারে ব্যবহারের চেষ্টা করছেন বলেও দাবি করেন রাজা।