এবার গুজরাতে বিজেপির প্রচারে মুকুল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Nov 2017 01:32 PM (IST)
আমদাবাদ: গুজরাতে বিজেপির হয়ে প্রচারে এবার দেখা যাবে মুকুল রায়কে। আমদাবাদ বিমানবন্দরে আজ অমিত শাহের সঙ্গে মুকুলের দেখা হয়েছে। বাংলায় বিজেপির রণকৌশল নিয়ে দুজনের মধ্যে কথা হয় বলে খবর। তৃণমূলে ক্রমশ কোণঠাসা হয়ে পড়া মুকুল কিছুদিন আগে ছেড়েছেন তাঁর পুরনো দল। তারপর থেকেই তাঁর বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে আলোচনা ক্রমশ জোরালো হচ্ছিল। কিন্তু নানা অভিযোগে অভিযুক্ত মুকুলকে দলে নিতে বিজেপির একটা অংশের তীব্র আপত্তি ছিল। শেষমেষ কেন্দ্রীয় নেতৃত্বের চাপে মুকুল যোগ দেন বিজেপিতে। তাঁর ছেলে শুভ্রাংশু অবশ্য এখনও তৃণমূলেই রয়েছেন। তবে ঘাসফুল ছেড়ে পদ্মে আসার পর থেকেই মুকুলের গুরুত্ব দ্রুত বাড়ছে। রানি রাসমণি অ্যাভেনিউয়ে তাঁর বক্তৃতায় খুশি বিজেপি নেতৃত্ব। এবার তাঁকে গুজরাতের মত বিজেপির ঘরের মাঠে প্রচারে নিয়ে যাওয়ার সিদ্ধান্তে স্পষ্ট, মুকুল দ্রুত বিকশিত হচ্ছেন শাসক দলে।