লখনউ: অখিলেশ সিংহ যাদবের  নিন্দা করে ভোটের মুখে সমাজবাদী পার্টি (সপা) ছেড়ে মায়াবতীর দল বহুজন সমাজ পার্টিতে (বসপা) যোগ দিলেন মুলায়ম সিংহ যাদবের ঘনিষ্ঠ বলে পরিচিত অম্বিকা চৌধুরি। ভোটের মুখে তাঁর দলত্যাগে সপা ধাক্কা খাওয়ার জল্পনার মধ্যেই তিনি বরাবর বালিয়ার যে ফেপনা আসন থেকে ভোটে লড়েন, সেখানেই তাঁকে এবার টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বসপা সভানেত্রী। ২০১২-র বিধানসভা ভোটে অবশ্য অম্বিকা ওই  কেন্দ্রে হেরে যান। পরে বিধান পরিষদ সদস্য হন তিনি।

সপা-য় সাম্প্রতিক মুলায়ম-অখিলেশ যুদ্ধে ছেলের ঘনিষ্ঠ শিবপাল সিংহ যাদবের সঙ্গে রফা- আলোচনায় অম্বিকাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল।

এদিন যাদব পরিবারের ক্ষমতা দখলের লড়াইয়ের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এটা শুধু ভোটের সময় একটি দলের ঘরোয়া লড়াইয়ের ব্যাপার নয়। দলটি সরকারে আছে, বিজেপির ক্ষমতা দখল রুখে দেওয়ার দায়িত্ব তার। কিন্তু নির্বাচন কমিশনের ১৬ জানুয়ারির আগে  নির্দেশের আগের ঘটনাবলী থেকে পরিষ্কার, ধর্মনিরপেক্ষ আন্দোলন, নীচুতলার মানুষের রক্ষা নয়, উদ্দেশ্য ছিল অন্য কিছু। কেউ রাজনৈতিক ভাবে মুলায়ম সিংহকে সমর্থন বা বিরোধিতা, দুই-ই করতে পারেন। কিন্তু মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদব ও তাঁর দলবল তাঁর সঙ্গে যে ব্যবহার করেছেন, যেভাবে তাঁকে খারিজ করা হয়েছে, গোটা দেশ তার নিন্দা করেছে। আমিও এতে গভীর ভাবে মর্মাহত।