লখনউ: কে চড়বেন সাইকেলে? উত্তরপ্রদেশে বাবা-ছেলের দ্বন্দ্ব এবার গড়াল নির্বাচন কমিশনে। বিধানসভা ভোটের আগে মুলায়ম সিংহ যাদব ও অখিলেশ যাদব দু’জনেই সাইকেল চিহ্নের অধিকার চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। কিন্তু সাসপেন্স বাড়িয়ে রায়দান আপাতত স্থগিত রেখেছে কমিশন।


কথায় বলে, উত্তরপ্রদেশ যার, দিল্লি তার। কিন্তু সমাজবাদী পার্টির গৃহযুদ্ধ যেদিকে মোড় নিয়েছে, তাতে অনেকেই ভাবছেন, সাইকেল যার, লখনউ তার। সাইকেল চিহ্ন যিনি পাবেন, সমাজবাদী পার্টির ডেডিকেটেড ভোট এক লপ্তে চলে আসবে তাঁর ঝুলিতে। ১৭ তারিখ সরকারিভাবে প্রথম পর্বের ভোটের জন্য মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হবে। কিন্তু তার আগে এখনও নিশ্চিত নয়, বাবা না ছেলে, কে পাবেন সাইকেলের মালিকানা।

শুক্রবার অখিলেশ-মুলায়ম দুই শিবিরই সাইকেল চিহ্ন চেয়ে নির্বাচন কমিশনে যান। কিন্তু গোটা দিন অপেক্ষার পর কমিশন জানায়, এ ব্যাপারে সিদ্ধান্ত আপাতত জানাবে না তারা। ফলে অন্তত সোমবারের আগে সাইকেলের ভবিষ্যৎ মালিক নির্ধারণের সম্ভাবনা নেই। আর পারিবারিক এই ডামাডোলে রীতিমত ক্ষতিগ্রস্ত হচ্ছে এসপি-র ভোট প্রস্তুতি। অখিলেশ অবশ্য ইতিমধ্যেই তাঁর শিবিরের সম্ভাব্য প্রার্থীদের নিজের নিজের কেন্দ্রে গিয়ে প্রচারের নির্দেশ দিয়েছেন। কিন্তু প্রতীক নিয়ে ঝামেলা থাকায় কোন চিহ্নে মানুষকে ভোট দিতে অনুরোধ করা হবে, সেটাই বুঝতে পারছেন না তাঁরা। দু’শিবিরেরই আশা, দলের নাম আর প্রতীক নিয়ে ঝঞ্ঝাট মিটে গেলে দ্রুত ভোটযুদ্ধে নেমে পড়া যাবে।

অখিলেশ শিবির এখনও পর্যন্ত ২৩৫জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে। মুলায়ম শিবির প্রকাশ করেছে ৩৯৩জনের তালিকা। দুই তালিকাতেই অনেকগুলি নাম ‘কমন’ পড়েছে!