পটনা: একসঙ্গে দাদু আর ঠাকুর্দা হওয়া তো খুব স্বাভাবিক! আপনার মেয়ের যদি বাচ্চা হয়, আপনি যেমন দাদু হবেন, আপনার বেয়াইও তেমন একইসঙ্গে ঠাকুর্দা হয়ে যাবেন। এ আর নতুন কী, এমন তো ঘণ্টায় ঘণ্টায় কতজনের প্রমোশন হচ্ছে! কিন্তু সেই দাদু ও ঠাকুর্দা যদি হন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব ও এসপি ‘নেতাজি’ মুলায়ম সিংহ যাদব তা হলে ঘুরে তাকাতে হয় বইকী! হ্যাঁ, ভারতীয় রাজনীতির দুই দিকপাল একইসঙ্গে দাদু ও ঠাকুর্দা হয়েছেন। আর এই ‘অসম্ভব’ যে ঘটিয়েছে, সে হল লালুর ছোট মেয়ে রাজ লক্ষ্মীর সদ্যজাত শিশুপুত্র।


বুধবার একইদিনে লালুর বড় মেয়ে মিসা ভারতী ও ছোট রাজ লক্ষ্মী মা হয়েছেন। দুজনেরই ছেলে হয়েছে। ই রাজ লক্ষ্মীর বিয়ে হয়েছে ২০১৫ সালে, মুলায়মের সম্পর্কে ভাইপো তেজ প্রতাপের সঙ্গে। মিসা বিয়ে করেন ‘৯৯-তে, শৈলেশ কুমার যাদব নামে এক কম্পিউটার ইঞ্জিনিয়ারকে। সে সময় লালুর ঘরণী রাবড়ি দেবী বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন। মিসার সঙ্গে অবশ্য মুলায়ম পুত্র অখিলেশ যাদবেরও বিয়ের কথা হয়। কিন্তু পরে আর তা এগোয়নি। মিসার রাজনৈতিক উচ্চাকাঙ্খা থাকলেও রাজ লক্ষ্মীর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।
রাজ লক্ষ্মী মা হওয়ার সঙ্গে সঙ্গে কাকা হয়ে গেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও। আর লালুর দুই ছেলে তেজস্বী ও তেজ প্রতাপ মামা।