এটাওয়া: দলের ব্যর্থতার দিনে ছেলের ‘রক্ষাকর্তা’ হয়ে হাজির হলেন বাবা।


উত্তরপ্রদেশ নির্বাচনে দলের ব্যর্থতার জন্য একা ছেলেকে দায়ী করতে অস্বীকার করলেন সমাজবাদী পার্টি প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদব। তিনি জানান, কোনও এক ব্যক্তি এই পরাজয়ের জন্য দায়ী নন।


এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুলায়ম বলেন, হারের জন্য কোনও এক ব্যক্তি দায়ী নন। আমরা ভোটারদের সমর্থন আদায় করতে ব্যর্থ।


মুলায়ম যোগ করেন, হারের জন্য সকলেই দায়ী। একজনকে দোষারোপ করা ঠিক নয়। এদিন সাইফাই গ্রামে দোল উৎসবে সামিল হতে গিয়েছিলেন মুলায়ম। সেখানে তিনি জানান, বিজেপি অনেক প্রতিশ্রুতি দিয়েছে। তাই মানুষ তাদের ভোট দিয়েছেন। এবার দেখা যাক, কেমন তারা সেই প্রতিশ্রুতি পালন করে।


প্রসঙ্গত, নির্বাচনের আগে পারিবারিক কোন্দলে সপা সভাপতির পদ থেকে মুলায়মকে অপসারিত করে ছেলে অখিলেশ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোটে এই কোন্দলের প্রভাব পড়েছে।


সদ্যসমাপ্ত নির্বাচনে উত্তরপ্রদেশে একক সংখ্যাগরষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি। ৪০৩ বিধানসভায় বিজেপির দখলে এসেছে ৩১২ আসন। সহযোগী আপনা দল ও সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি যথাক্রমে দখল করেছে ৯ ও ৪টি আসন।