লখনউ: যাদব পরিবারে কলহের জেরে এবার পদ খোয়ালেন সমাজবাদী পার্টির সর্বভারতীয় সহ-সভাপতি কিরণময় নন্দ। ছেলে অখিলেশ যাদবের জাতীয় সম্মেলনে যোগ দেওয়ার ‘অপরাধে’ কিরণময় নন্দকে দল থেকে বহিষ্কার করলেন প্রধান মুলায়ম সিংহ যাদব। একইসঙ্গে, বহিষ্কৃত হলেন দলের আরেক শীর্ষ নেতা নরেশ অগ্রবাল।


রবিবার সকালেই, রামগোপাল যাদবকে ৬ বছরের জন্য বহিষ্কার করেছেন মুলায়ম। সেই নিয়ে আলোচনা থামার আগেই সন্ধ্যায় ফের কিরণময় ও নরেশকে বহিষ্কার করলেন তিনি। অখিলেশের ডাকা সম্মেলনে নেওয়া সিদ্ধান্তকে বেআইনি ও অসাংবিধানিক উল্লেখ করে রামগোপালকে বহিস্কার করেন মুলায়ম।


এদিন কিরণময় নন্দকে এক চিঠি দিয়ে সিদ্ধান্তের কথা জানিয়ে মুলায়ম জানান, সম্মেলনে যা ঘটেছে, তা দল-বিরোধী কার্যকলাপের সামিল। তিনি বলেন, দলীয় সংবিধানের ধারা অনুযায়ী, সম্মেলনটি সর্বভারতীয় সভাপতি ডাকেননি। তা জানা সত্ত্বেও দলের প্রবীণ নেতা হয়েও, তাতে যোগ দেন নন্দ। কিরণময়ের মত নরেশকেও একইভাবে সম্মেলনে অংশ নেওয়ার জন্য বহিষ্কার করা হয়।


প্রসঙ্গত, রামগোপাল যাদবের ডাকা জাতীয় সম্মলনের সভাপতিত্ব করেন কিরণময় নন্দ। সেখানে মুলায়মকে সরিয়ে অখিলেশকে সভাপতি নিয়োগ করা হয়। পাশাপাশি, রাজ্য সভাপতি শিবপাল যাদবকেও বহিষ্কার করা হয়।