নয়াদিল্লি: কংগ্রেসের সঙ্গে দলের হাত মেলানোর সিদ্ধান্তে খুশি নন সমাজবাদী পার্টি (সপা)-র প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ। তিনি কংগ্রেস প্রার্থীদের বিরুদ্ধে প্রচারে নামার সিদ্ধান্তও নিয়েছেন। তাঁর অনুগামীদের মধ্যে যাঁরা সপা-র টিকিট পাননি, তাঁদের কংগ্রেসের বিরুদ্ধে নির্দল বা লোকদলের প্রার্থী হয়ে ভোটের লড়াই করার আর্জি জানিয়েছেন। মুলায়ম বলেছেন, এই সব প্রার্থীদের সমর্থনে তিনি কংগ্রেসের বিরুদ্ধে প্রচার করবেন।
উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনে করছেন, ভোটের পর কংগ্রেস মায়াবতীর সঙ্গে হাত মেলাতে পারেন। মুলায়মের বলেছেন, গতকাল অখিলেশ যাদবের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে বিএসপি নেত্রীর প্রশংসা করেছিলেন।
মুলায়ম বলেছেন, কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টির জোট গঠনের যে সিদ্ধান্ত অখিলেশ নিয়েছেন, তাতে তাঁর সায় নেই। তিনি তাঁর অনুগামীদের এই জোটের বিরুদ্ধে সর্বাত্মক প্রচার চালানোরও নির্দেশ দিয়েছেন।
সংবাদমাধ্যমকে মুলায়ম বলেছেন, সমাজবাদী পার্টি একার ক্ষমতাতেই সরকার গঠনের অবস্থায় ছিল। কিন্তু অখিলেশ একেবারেই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।
দলের অনেক নেতাকেই টিকিট থেকে বঞ্চিত করেছেন অখিলেশ। এই সব বঞ্চিত নেতাদের হয়ে সরব হয়েছেন মুলায়ম। যাঁরা টিকিট পাননি, তাঁদের দলে কী অবস্থা হবে সেই প্রশ্নও তুলেছেন নেতাজী। তাঁর খেদ, অনেক সপা নেতার রাজনৈতিক কেরিয়ারই খতম করে দিতে চাইছেন অখিলেশ। তিনি বলেছেন, যাঁরা টিকিট পাননি, তাঁরা আগামী পাঁচ বছর কী করবেন? অখিলেশ তাঁদের ভবিষ্যতটাই নষ্ট করে দিচ্ছেন। আমি জোটের হয়ে প্রচার করব না।
ছেলের সিদ্ধান্তের বিপক্ষে তিনি কীভাবে প্রচার করবেন, এই প্রশ্ন তোলা হলে মুলায়ম বলেছেন, সম্পর্ক একটা আলাদা বিষয়। কিন্তু এটা ঘটনা যে, সমাজবাদী পার্টির বহু নেতাই কোণঠাসা হয়ে পড়েছেন।
মুলায়ম বলেছেন, তিনি অতীতে কংগ্রেসের বিরুদ্ধেই লড়াই করছেন। তাই সেই পার্টির সঙ্গে জোটের পক্ষপাতী নন।
উল্লেখ্য, গতকাল রাহুলের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে অখিলেশ বলেছিলেন, তাঁর বাবার আশীর্বাদ তিনি পেয়েছেন এবং ভোটে জয়ের জন্য তা যথেষ্ট।
সমাজবাদী পার্টির পোস্টার ও ব্যানারে অখিলেশের পাশাপাশি রয়েছে মুলায়মের ছবিও। এই অবস্থায় মুলায়মে জোট-বিরোধিতা ভোটের ময়দানে কী ধরনের প্রভাব ফেলে সে দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।
অনুগামীদের কংগ্রেসের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়তে বললেন ‘জোট বিরোধী’ মুলায়ম
ABP Ananda, web desk
Updated at:
30 Jan 2017 04:50 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -